ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অর্ধ শতকে সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো আফগানিস্তানের যুবারা।
পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়।
ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়িয়েছে রাজশাহীতে।
বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রানের বিশাল পাহাড় গড়ে তোলে আফগানিস্তান যুবারা। ফয়সাল খান ২টি ছক্কা ও ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ১০০ রান করেন। মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪১ রানে ও আল ফাহাদ ৫২ রানে ২ টি করে উইকেট দখল করেন।
বাংলাদেশের যুবারা ২৭৫ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৭৩ রানেই থেমে যায়। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনেন আফগান যুবারা।
বাংলাদেশের কালাম করেন ৭১ রান। রিজান হোসাইন করেন ৫২ রান। আফগানিস্তানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান। ওয়াহিদুল্লাহ জর্ডান ২৩ রানে ৩ উইকেট দখল করেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ফয়সাল খান।
পাঁচ ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়।
ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের যুবারা ঘুরে দাঁড়িয়েছে রাজশাহীতে।
বুধবার (৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফয়সাল খানের শতক ও মাহবুব খানের অপরাজিত অর্ধ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রানের বিশাল পাহাড় গড়ে তোলে আফগানিস্তান যুবারা। ফয়সাল খান ২টি ছক্কা ও ১৪ টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ১০০ রান করেন। মাহবুব খান ৬৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪১ রানে ও আল ফাহাদ ৫২ রানে ২ টি করে উইকেট দখল করেন।
বাংলাদেশের যুবারা ২৭৫ রানের পাহাড় টপকাতে গিয়ে ১৭৩ রানেই থেমে যায়। ফলে ১০২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনেন আফগান যুবারা।
বাংলাদেশের কালাম করেন ৭১ রান। রিজান হোসাইন করেন ৫২ রান। আফগানিস্তানের বায়তুল্লাহ শাহীন ৪০ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নামান। ওয়াহিদুল্লাহ জর্ডান ২৩ রানে ৩ উইকেট দখল করেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন আফগানিস্তানের ফয়সাল খান।
নিজস্ব প্রতিবেদক