ঢাকা , বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন রাবি ছাত্রসংসদ উপহার পেল চার শতাধিক খেজুর ও তাল গাছের চাঁরা ঐক্যবদ্ধ রাজশাহী মহানগর বিএনপি, বিভেদ নেই বলে জানালেন নতুন নেতারা শিবগঞ্জ উপজেলা সমিতির নেতৃত্বে রবিউল-কাউসার জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প নাটোর -১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ তানোরে জামায়াতের সেন্টার ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার হালিশহর প্রবাসী ডাকাতি: পলাতক আসামি সাদ্দম গ্রেফতার নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ঘে একই পরিবারের ৫ জন নিহত ১৩০০ জনের বহর নিয়ে বেলজিয়ামে এখন বার্সেলোনা রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ১২২ বছরের রেকর্ড ছুঁয়ে আর্সেনালের সহজ জয় পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের একঢাল লম্বা, ঘন চুল পাওয়ার উপায়, রোজ ৫ অভ্যাসও জরুরি অভিনেত্রী মেয়েকে শাসন করেন শাহরুখ! রাজশাহীতে দশমাসে ২৮ জন এইচআইভি পজেটিভ স্ত্রী ও খালাতো ভাইয়ের অসম প্রেমের বলি জহুরুল!

মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৮:২২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৮:২৫:৪৭ অপরাহ্ন
মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি মাদ্রাসার তহবিলের জন্য মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর মতিহার থানার ২৮ নং ওয়ার্ডের সাঁকোপাড়া ঈদগাহ মাঠে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করা হয়।

জামিয়া আরাবিয়া জান্নাতুল বাক্কী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এর উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকোপাড়া ঈদগাহ কমিটির সভাপতি অ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ, অ্যাডভোকেট রিপন, হালিম, মিলন, পলক, আতিক, মুসা, ফাইসাল, রিপন, নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণ শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এই মেলা থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ মাদ্রাসার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

মাদ্রাসার সভাপতি হারুন-অর-রশিদ বলেন, এই প্রথম সাঁকোপাড়া ঈদগাহ মাঠে মাদ্রাসার উদ্যোগে এমন একটি মেলার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মাদ্রাসার উন্নয়ন। মেলা থেকে যে আর্থিক সহায়তা পাওয়া যাবে, তার সবটুকুই মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আরও জানান, কোনো প্রকার গান-বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াই মাসব্যাপী চলবে এই মেলা।

মেলায় শীতবস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়েছেন গ্রামীণ তরুণ উদ্যোক্তারা। মেলায় রয়েছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী চটপটি, ফুচকা, নাগা পানি পুরি সহ মুখরোচক সব খাবার।

এছাড়া শিশুদের জন্য বাহারি খেলনা, মেয়েদের থ্রি-পিস, টু-পিস, শাড়ি, ওড়না, হিজাবসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে। শিশুদের বিনোদনের জন্য মেলায় নাগরদোলা, স্লিপার, ড্রাগন ট্রেন, ঘূর্ণি এবং নৌকা দোলনার মতো নানা আয়োজন রাখা হয়েছে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী আক্তার হোসেন বলেন, এই প্রথম এখানে মেলা বসেছে শুনে পরিবার নিয়ে এসেছি। মেলায় এসে অনেকের সঙ্গে দেখা হলো, কথাও হলো। এখানকার গ্রামীণ ঐতিহ্যের জিনিসপত্র ও খাবারগুলো দেখে খুবই ভালো লাগছে। সত্যি বলতে, মেলায় এসে গ্রামের সত্যিকারের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আমি চাই এই ধরনের মেলা যেন প্রতি বছর এখানে আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন

মতিহারের সাকোঁপাড়ায় মাসব্যাপী গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন