ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৬:১৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৬:১৭:৫৭ অপরাহ্ন
হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবিগঞ্জে ৮ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ইমরান হোসাইন (৩২) তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কালেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২ নভেম্বর রাতে মাদ্রাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে প্রিন্সিপাল ইমরান তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন।

পরদিন শিশুটি মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানালে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয় এবং পরে থানায় অভিযোগ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। আমি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেছিলাম। কিন্তু হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকারের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসা ছেড়ে চলেও গেছে বলে জানা যায়।

তবে গ্রেপ্তার হওয়া ইমরান হোসাইন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশু শিক্ষার্থীদের সুরক্ষায় প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত

মহিশালবাড়ী সড়কে বাস-ট্রাক্টর সংঘর্ষে দুইজন আহত