ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা নিবেদন কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০ সিরাজগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন ময়মনসিংহে প্রাইভেটকারে অপহরণ ও তরুণীকে ধর্ষণ, চালক গ্রেফতার বলিউডে ২০২৬-এর তমন্না ঝড়: পাঁচটি ছবিতে প্রধান ভূমিকায় তমন্না ভাটিয়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনে ১৫ বাংলাদেশি আটক, বিজিবি কড়া প্রতিবাদ ভূমিকম্প: প্রাকৃতিক বিপর্যয় ও মানবিক প্রস্তুতি স্কেভেটর চালকদের সম্মাননা শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে রাজশাহীতে অবৈধ অস্ত্র ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে আটক ১৭ গোয়ালঘরে কৃষকের দুটি গরু জবাই করে রেখে গেল দুর্বৃত্তরা নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার চট্টগ্রামে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে ১২ লাখ টাকা জরিমানা নগরীর কাটাখালিতে চারটি ভারতীয় গবাদিপশু জব্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মতিহার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা হোক সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক

  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৪:১১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৪:১১:২২ অপরাহ্ন
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা হোক সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা হোক সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে রাজশাহীর সমাজসেবা কার্যালয়ে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন এর যৌথ আয়োজনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বায়েজীদ হোসেন ওয়ারেছী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। সঞ্চালনায় ছিলেন এটুআই-এর সেন্টার অব ইনোভেশন ক্লাস্টার প্রধান মো. নাহিদ আলম ও অ্যাক্সেসিবিলিটি পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য; উপস্থাপনা করেন সিডিডি-র সহকারী পরিচালক আনিকা রহমান লিপি। রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ও অংশীজন এতে অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে ন্যাশনাল পোর্টাল, মাইগভ ও জাতীয় হেল্পলাইন ৩৩৩- এর অ্যাক্সেসিবিলিটি পর্যালোচনা করেন। পাশাপাশি মোবাইল আর্থিক সেবা, ব্যাংক ও টেলিকম অ্যাপ, চাকরির সাইট ও সংবাদপোর্টালসহ কয়েকটি বেসরকারি প্ল্যাটফর্ম মূল্যায়ন করে বিভিন্ন প্রয়োজনের ব্যবহারকারীদের জন্য সাধারণ প্রতিবন্ধকতা ও তাৎক্ষণিক সমাধানের সম্ভাব্য পথ চিহ্নিত করা হয়।

ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির ধারণা ব্যাখ্যা করতে গিয়ে মো. নাহিদ আলম বলেন, “ওয়েবসাইট, টুল ও প্রযুক্তি এমনভাবে নকশা ও উন্নয়ন করতে হবে, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা ওয়েবসাইট ও অ্যাপ সহজে উপলব্ধি করতে, বুঝতে, নেভিগেট করতে, ইন্টারঅ্যাক্ট করতে এবং তাতে অবদান রাখতে পারেন।” তিনি জানান, “বাংলাদেশে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করতে এটুআই ধারাবাহিকভাবে কাজ করছে এবং এ প্রয়াসকে বাস্তব ফলাফলে রূপ দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এ বিষয়ে কাজ করার অঙ্গীকার জানিয়ে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “ডিজিটাল সেবা সত্যিকার অর্থে সবার জন্য তখনই হয়, যখন তা সবার জন্য ব্যবহারযোগ্য হয়। আজ থেকেই আমরা প্রতিটি সেবায় অ্যাক্সেসিবিলিটিকে বাধ্যতামূলক ধাপ হিসেবে নেব।”

সভাপতির বক্তব্যে মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, “ছোট ছোট পরিবর্তন বড় বাধা দূর করে। স্ক্রিন রিডারের অসামঞ্জস্য, ছোট ফন্ট ও কিবোর্ড-নেভিগেশনের সীমাবদ্ধতা এ ধরনের সাধারণ সমস্যা দূর করলেই সেবায় প্রবেশগম্যতা বাড়ে। এতে যেমন প্রতিবন্ধী ব্যবহারকারীরা স্বনির্ভর হন, তেমনি বয়স্ক ও নতুন ব্যবহারকারীরাও উপকৃত হন।” তিনি জানান, নাগরিককেন্দ্রিক সেবায় অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করতে এটুআই প্রয়োজনীয় অডিট ও প্রশিক্ষণ সহায়তা দেবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল সাক্ষরতা ও অন্তর্ভুক্তি বাড়ানো এবং কমিউনিটি-ভিত্তিক ডিজিটাল সচেতনতা জোরদার করার লক্ষ্যে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে রাজশাহী সিটি করপোরেশন ও বাঘা উপজেলায় ১০টি স্বনির্ভর দলের কাছে ৫০টি স্মার্টফোন হস্তান্তর করা হয়। 

কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান অন্তর্ভুক্তিমূলক সরকারি ডিজিটাল সেবা সম্পর্কে ধারণা দেওয়া, তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি করা, সরাসরি তাঁদের অভিজ্ঞতা ও চাহিদা শোনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ সনাক্ত করা। আলোচনায় রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধী নাগরিকদের কাছে কার্যকরভাবে সেবা পৌঁছে দিতে প্রযুক্তিগত সহায়তা ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও ওঠে আসে। আয়োজকদের প্রত্যাশা, কর্মশালায় প্রাপ্ত সুপারিশ ভবিষ্যৎ নীতিনির্ধারণ ও সেবার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

রাজশাহীতে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপি’র শ্রদ্ধা নিবেদন