ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণে নাচোলের ইউএনও’র ডিএনএ টেস্ট করাবে দুদক বগুড়ায় বাড়ি থেকে ডেকে ব্যবসায়ীকে হত্যা ভিন্‌ধর্মী বিয়েতে পরিবারের মত ছিল না? কটাক্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬ রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর রাজশাহীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল অ্যান্টার্কটিকায় ৬০ দিনে গলে গেল অর্ধেক বরফ, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা সানি লিওনের সঙ্গী এবার করণ কুন্দ্রা! ‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস! মায়ের কান্নার ভিডিও দেখে ফারহানকে ফেরত দিয়ে গেল অপহরণকারী মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ বিএনপির প্রার্থী তালিকা থেকে ১ জনের নাম স্থগিত বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৫:৪৭:৩১ অপরাহ্ন
রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে রাজাবাড়ী ডিগ্রি কলেজের পাসওয়ার্ড আটকে রেখে হয়রানির অভিযোগ পরিচালকের বিরুদ্ধে
রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামানের বিরুদ্ধে এমপিও পাসওয়ার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে বারবার হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা অভিযোগ করেছেন, এমপিও পাসওয়ার্ড ফিরে পেতে তিনি পরিচালক প্রফেসর আছাদুজ্জামানের নিকট লিখিত আবেদন করেন। তবে নানা অজুহাতে তা এখনও আটকে রাখা হয়েছে।

গত ১১ নভেম্বর পরিচালক বরাবর দেওয়া লিখিত আবেদনে অধ্যক্ষ সেলিম রেজা উল্লেখ করেন, মহামান্য হাইকোর্ট রিট পিটিশন নং ৯৮৫৭/২০২৫-এর মাধ্যমে কলেজের বর্তমান গভর্নিং বডির ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল নং ২৮৮৫/২০২৫-এর মাধ্যমে সেই স্থগিতাদেশ বহাল রাখা হয়। এই অবস্থায় কলেজের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার স্বার্থে তাকে এমপিও পাসওয়ার্ড প্রদান করার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে পরিচালক প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেন, “আমরা এসব পাসওয়ার্ড দিই না। কলেজের বিষয়ে তদন্ত ছিল, তা আমরা জমা দিয়েছি।” তবে কোর্টের আদেশসহ আবেদন করা হয়েছে-এ কথা উল্লেখ করলে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনি যা পারেন করেন, রিপোর্ট করতে বলেছেন, করেন।”
পরে যখন তাকে প্রশ্ন করা হয় যে, “আপনার দপ্তর থেকে তো অনেক সময় এমপিও পাসওয়ার্ড দেওয়া হয়,” তখন তিনি উত্তেজিত হয়ে পাশের কক্ষে উপপরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অন্যদিকে অধ্যক্ষ সেলিম রেজা জানান, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানুল ইসলাম ও গভর্নিং বডির সভাপতি আব্দুল হালিম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করে বলেন, “অবৈধ সভাপতি আব্দুল হালিমের নির্দেশে সুলতানুল ইসলাম আমার কক্ষে তালা লাগিয়ে দায়িত্ব পালন করছেন।”

তিনি আরও বলেন, “গত ২৩ জুন ২০২৫ তারিখে সুপ্রিম কোর্ট রাজাবাড়ী ডিগ্রি কলেজের গভর্নিং বডিকে ছয় মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। ফলে তাদের কার্যকারিতা নেই। অথচ গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে তারা রেজুলেশন দেখিয়ে সুলতানুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন, যা সম্পূর্ণ বেআইনি।”

অধ্যক্ষ সেলিম রেজা দাবি করেন, নিয়ম অনুযায়ী এই অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তাই কলেজের দায়িত্ব পালন করার কথা। তিনি বলেন, “কোর্টের আদেশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বরাবর লিখিত আবেদন করেও কোনো পদক্ষেপ পাইনি। জেলা প্রশাসককেও জানিয়েছি, কিন্তু তিনিও ব্যবস্থা নেননি।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানুল ইসলাম বলেন, “আমরা কোর্টে পিটিশন দিয়েছি, আমার দায়িত্ব অবৈধ নয়। আমার উকিল জানিয়েছেন, বৈধভাবে দায়িত্ব পালন করছি।”

গভর্নিং বডির সভাপতি আব্দুল হালিম বলেন, “আমরা কোর্টে আপিল করেছি। মামলা চলমান আছে, তাই আমার দায়িত্ব অবৈধ নয় বলেই জানি।”

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “আমি বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে কাগজপত্র দেখে মন্তব্য করতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার