শাহরুখ খান মানেই ম্যাজিক। জন্মদিন মানেই এক উৎসব, এক আবেগ। সেই ম্যাজিকই ফের ছড়িয়ে পড়ল পর্দায়। যখন জন্মদিনের সকালে ‘কিং খান’-এর নতুন ছবির টিজার ঝলক দেখল বিশ্ব। মন্নতের বাইরে হাজারো ভক্তের কোলাহল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সব কিছুর মাঝেই শাহরুখ দিলেন ভক্তদের সবচেয়ে বড় উপহার।
ফলে অপেক্ষার অবসান। শাহরুখের জন্মদিনের সকালেই মিলল ভক্তদের সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল তাঁর আসন্ন ছবির টিজার। জন্মদিনের সকালে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উন্মাদনা।
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। শাহরুখের জন্মদিনেই নাকি নতুন ছবির ঝলক দেখা যাবে। অবশেষে তাই-ই সত্যি হল। সকালেই প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হয় ছবির প্রথম টিজার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই ছবির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁর সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘জওয়ান’-এর পর ফের সেই অ্যাকশন ম্যাজিক ফিরবে পর্দায়, এমনটাই আশা ভক্তদের।
গত দু’বছর ধরে নতুন কোনও ছবি মুক্তি পায়নি বলিউডের ‘বাদশা’র। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর তাই এই নতুন টিজার যেন ভক্তদের কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। অনুরাগীদের একটাই কথা, “কিং ফিরছে, ফের জমে উঠবে সিনেমার মঞ্চ!”
ফলে অপেক্ষার অবসান। শাহরুখের জন্মদিনের সকালেই মিলল ভক্তদের সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল তাঁর আসন্ন ছবির টিজার। জন্মদিনের সকালে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উন্মাদনা।
বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। শাহরুখের জন্মদিনেই নাকি নতুন ছবির ঝলক দেখা যাবে। অবশেষে তাই-ই সত্যি হল। সকালেই প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হয় ছবির প্রথম টিজার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই ছবির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁর সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘জওয়ান’-এর পর ফের সেই অ্যাকশন ম্যাজিক ফিরবে পর্দায়, এমনটাই আশা ভক্তদের।
গত দু’বছর ধরে নতুন কোনও ছবি মুক্তি পায়নি বলিউডের ‘বাদশা’র। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর তাই এই নতুন টিজার যেন ভক্তদের কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। অনুরাগীদের একটাই কথা, “কিং ফিরছে, ফের জমে উঠবে সিনেমার মঞ্চ!”
তামান্না হাবিব নিশু