রাজশাহী নগরীর কাটাখালী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।
শুক্রবার রাত থেকে শুরু করে ও শনিবার বিকালে এই অভিযানগুলো পরিচালনা করেন তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে খিদিরপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে খানপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন রাত পৌনে ১২টার দিকে তালাইমারী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিডিলচর এলাকায় অভিযান পরিচালনা করে ৩,৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শুক্রবার রাত থেকে শুরু করে ও শনিবার বিকালে এই অভিযানগুলো পরিচালনা করেন তারা।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে খিদিরপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে খানপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন রাত পৌনে ১২টার দিকে তালাইমারী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিডিলচর এলাকায় অভিযান পরিচালনা করে ৩,৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মোঃ মাসুদ রানা রাব্বানী :