ঢাকা , সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন রাজশাহী সিটি কর্পোরেশনকে ‘আওয়ামী দোসর ও দুর্নীতিমুক্ত করার দাবি ​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান শীতের দুপুরে খাওয়ার টেবিলে শোভা পাক আস্ত ফুলকপির রোস্ট, স্বাদে ও রূপে জমজমাটি রান্নার রেসিপি কোন ৫ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কমবয়সিদেরও? উপসর্গ দেখা দেওয়ার আগেই কোলন ক্যানসার শনাক্ত করা সম্ভব! কী ভাবে সতর্ক হবেন মারণরোগ নিয়ে ‘আমার রোজগার হার মানাবে প্রথম সারির নায়িকাদেরও’, বড়পর্দায় সুযোগ না পেয়েও কোটি কোটি আয় সোফীর! ওদের আকাশসীমায় যেন কেউ না ঢোকে! বিমানগুলিকে সতর্ক করে হঠাৎ বার্তা ট্রাম্পের, ‘শত্রু’ দেশে সামরিক আঘাতের প্রস্তুতি? ভোলায় চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা খেলার মাঠ থেকে ৬ শিশু অপহরণ এশিয়ান স্কুল এন্ড কলেজের সৌজন্যে কমিউটার ট্রেনের বগিতে সিট কভার সংযুক্তিকরণ উদ্বোধন শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর পৃথক হলো বিচার বিভাগ বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ র‍্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি পাওয়া টাকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক শিবগঞ্জে পুকুরের পাহারাদারকে হত্যা, উপড়ে নেওয়া হয়েছে চোখ বাঘায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, আটক ২ সুপারি চুরি, বাবা–ছেলে কারাগারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

মিথ্যা মামলায় আ.লীগের ১১ বছর জেলে কেটেছে যুবদল কর্মি মিজুর

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:৪৮:৫৩ অপরাহ্ন
মিথ্যা মামলায় আ.লীগের ১১ বছর জেলে কেটেছে যুবদল কর্মি মিজুর আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
দীর্ঘ ১১ বছর জেলের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়ন যুবদল কর্মি মিজানুর রহমান ওরফে মিজু। ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতার ১৬ বছর শুধু মাত্র ছাত্রদল করার কারণে তার ওপর নেমে আসে নানা জেল জুলুম। বার বার সীমাহীন নিপীড়ন সত্ত্বেও জেল থেকে বেরিয়েই ছিলেন আন্দোলনের মাঠে।  

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন ভুক্তভোগী যুবদল কর্মি মিজানুর রহমান মিজু।  

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিজু লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ২০১৪ সালে ২২ বছর বয়সে শুধু মাত্র ছাত্রদল করার কারণে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ৮দিন আটকে রেখে অমানবিক নির্যাতন করে হাত-পায়ের নখ উপড়ে গোপনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হয়। এরপর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নিষাদ সেলিম হত্যা মামলা, অস্ত্র মামলা, পুলিশ ফাইটসহ ৫টি মামলায় অজ্ঞাত নামা আসামি দেখিয়ে চালান দেওয়া হয়। দুই বছর জেল খেটে বের হওয়ার পর পুনরায় নিজ এলাকা থেকে ২০১৬ সালে আমাকে গ্রেপ্তার করে ৩টি মামলা দিয়ে চালান দেওয়া হয়। আওয়ামী লীগ শাসনামলের ১৬ বছরের মধ্যে ১১ বছর আমি কারাগারে বন্দি ছিলাম। আমার বন্দি জীবনের চিন্তায় আমার বাবা ২০২২ সালে স্ট্রোক করে মারা যান।  

তিনি আরও বলেন, খুনি হাসিনার বন্দিশালায় যাওয়ার পর একটি সাজানো অস্ত্র মামলায় তদবির করে আমাকে ১৭ বছর সাজার দেওয়া হয়। ওই মামলায় টানা  ৭বছর জেলে বন্দি ছিলাম। সাত বছরের মধ্যে বহুবার আমি জামিনের আবেদন করেছি ফ্যাসিস্ট হাসিনার আদালত আমাকে জামিন দেয়নি। ২০২৩ সালে ৯ জানুয়ারি অনেক ত্যাগ-তিতিক্ষার পর জামিনে জামিনে মুক্তি পাই। এর দুই মাস পর ষড়যন্ত্র করে আবার আমাকে গ্রেপ্তার করা হয়। বেগমগঞ্জ থানার পুলিশ গাড়ি পোড়ানোর মামলায় আমাকে গ্রেপ্তার দেখায়। ২০২৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে আমাকে ৩বার গ্রেপ্তার করা হয়। বাবা মারা যাওয়ার আমি প্যারোলে জামিন চেয়েছি। কিন্ত আমাকে জামিন দেওয়া হয়নি।    

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান

​আরএমপি’র দায়িত্ব গ্রহণ করলেন নবযোগদানকৃত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান