ঢাকা , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় সৌদির সাহায্য চেয়েছে ইরান সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন পরিকল্পনায় ইসরায়েলের প্রতিক্রিয়া সালমানের বাড়িতে গুলির ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার এরশাদ হাসানের নাটক, মঞ্চে হাজির হচ্ছেন ফেরদৌসী মজুমদার মা হচ্ছেন সোনম কাপুর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা পল্লী চিকিৎসকের অতিরিক্ত ইনজেকশনে শিশুর মৃত্যু, দেড় লাখ টাকায় দফারফা জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দল ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়ে তুলবো - অধ্যক্ষ আনু রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড রামেক হাসপাতালে ভুয়া ডাক্তার আটক রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম সেরা সিটিতে পরিণত করতে কাজ করতে হবে, প্রশাসক আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে শনিবার রাজশাহী আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ছেলেরা যা পারেননি, সেটাই করেছেন মেয়েরা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:৫১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:৫১:২০ অপরাহ্ন
ছেলেরা যা পারেননি, সেটাই করেছেন মেয়েরা ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে গতকাল বুধবার প্রথম সেমিফাইনালটা সাউথ আফ্রিকার জন্য ছিল দুটো হিসাব মিলানোর। এর একটি প্রতিশোধের, অন্যটি আক্ষেপ পূরণের।

প্রতিশোধ বলতে, এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে আগে ব্যাটিং করে মোটে ৬৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়ারা শেষ পর্যন্ত হেরেছিল ১০ উইকেটে। একই ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে সেই ইংলিশদের মুখোমুখিই হয়েছিলেন লরা ভালভার্টরা।

আরে আক্ষেপ বলতে, এর আগে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আরও তিনবার সেমিফাইনাল খেললেও কখনো ফাইনালে ওঠা হয়নি সাউথ আফ্রিকার।

গতকাল দুটো হিসাবই মিলিয়েছেন লরা ভালভার্টরা। ইংল্যান্ডকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে একদিকে যেমন প্রতিশোধ নেওয়া হয়েছে, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা।

দেশটির ছেলেদের জাতীয় দল এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে উঠতে ফাইনালে উঠতে পারেনি, সেখানে মেয়েরা সে কীর্তিতে নাম লেখাল। আর সে কীর্তি গড়ার পথে বেশ কিছু রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। নিচে কয়েকটি রেকর্ড উল্লেখ করা হলো: 

১- আগেই বলা হয়েছে, ছেলে বা মেয়ে দলের ইতিহাসে এই প্রথম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠল সাউথ আফ্রিকা। এর আগে তিনবার সেমিফাইনাল খেলে তিনবারই হেরেছে মেয়েদের দল। আর ছেলেদের দল আটবার ওয়ানডে বিশ্বকাপের শেষ চার খেললেও কখনো শিরোপা নির্ধারণী ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

৩- সব মিলিয়ে এটি সাউথ আফ্রিকার মেয়েদের দলের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে)। ২০২৩ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা সাউথ আফ্রিকার দুবারই স্বপ্নভঙ্গ হয়েছে।

৬- ষষ্ঠ দল হিসেবে মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় বিশ্বকাপের ফাইনালে উঠল সাউথ আফ্রিকা। এর আগে এ তালিকায় নাম লিখিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

৩১৯- গতকাল গুয়াহাটিতে আগে ব্যাটিং নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রান তোলে সাউথ আফ্রিকা। যা ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে দলটির সর্বোচ্চ ও সব মিলিয়ে তাঁদের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। আর সব দল মিলিয়ে বিশ্বকাপের নক আউটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এ তালিকায় সবার ওপরে ২০২২ সালের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা অস্ট্রেলিয়ার ৩৫৬ রান।

১৬৯- সাউথ আফ্রিকাকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দেওয়ার পথে একাই ১৬৯ রানের ইনিংস খেলেছেন দলটির অধিনায়ক লরা ভালভার্ট, যা বিশ্বকাপে সাউথ আফ্রিকার ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ইনংস। এছাড়া বৈশ্বিক টুর্নামেন্টে এটি সাউথ আফ্রিকার মোটে চতুর্থ সেঞ্চুরি। আর সবদেশ মিলিয়ে অধিনায়কদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

তবে দুটো জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন ভালভার্ট। অধিনায়ক হিসেবে এর আগে কেউই বিশ্বকাপের ণকআউটে সেঞ্চুরি করতে পারেননি। শুধু তাই নায়, প্রথম ক্রিকেটার হিসেবে মেয়েদের ওয়ানডেতে দুবার ১৫০ রানের বেশি করলেন তিনি।

০,০,০- রান তাড়ায় নেমে গতকাল ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিনজনই ডাক মেরেছেন। ইংলিশদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম শুরুর তিন ব্যাটসম্যানই রানের খাতা খোলার আগে আউট হলেন।

ইংল্যান্ড যখন তৃতীয় উইকেট হারালো, তখন তাদের স্কোরবোর্ডে মোটে ১ রান। মেয়েদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় উইকেট পতনের সময় যৌথভাবে এটি সর্বনিম্ন রান। এর আগে দুবার ১ রানে ৩ উইকেট হারিয়েছিল কোনো দল (নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা)।

১/৩- ১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ১০৭ রান পায় ইংল্যান্ড। ছেলে বা মেয়েদের ক্রিকেট মিলিয়ে শত রানের জুটির আগে কোনো দলের তৃতীয় উইকেট হারানোর সময় এটিই সর্বনিম্ন রান। এর আগে ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারানোর পর কোহলি ও লোকেশ রাহুল ১৬৫ রানের জুটি গড়েছিলেন।

৫/২০- মারিজান কাপ গতকাল ২০ রানে ৫ উইকেট নিয়েছেন, সাউথ আফ্রিকার হয়ে মেয়েদের বিশ্বকাপে এটি সেরা বোলিং পারফরম্যান্স। আর সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে মেয়েদের বিশ্বকাপের নক আউটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড

রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড