ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

এবার বিশ্ববাজারে লাফিয়ে কমছে স্বর্ণের দাম

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৪:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৪:২০:৩৭ অপরাহ্ন
এবার বিশ্ববাজারে লাফিয়ে কমছে স্বর্ণের দাম ছবি: সংগৃহীত
চলতি মাসের শুরুতে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠলেও এখন উল্টোভাবে কমছে স্বর্ণের দাম। মূল্যবান এই ধাতুর দাম দুই শতাংশেরও বেশি কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদন জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৯৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে, যা ৬ অক্টোবরের পর সর্বনিম্ন। আর ডিসেম্বরে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচারের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৯১৫ দশমিক ৩০ ডলারে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমে আসার আশায় ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। অন্যদিকে, বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিনির্ধারণী বৈঠকের দিকেই নজর রাখছেন।

অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্টা বলেন, 'যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যযুদ্ধ এড়ানোর আশায় শেয়ারবাজারসহ ঝুঁকিপূর্ণ সম্পদের দাম বেড়েছে। কিন্তু এর বিপরীতে, স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়ের সম্পদের চাহিদা কমেছে।'

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীনের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি সম্ভব হবে। পাশাপাশি মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার চারটি দেশের সঙ্গে বাণিজ্য ও খনিজসম্পদ নিয়ে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরের ঘোষণাও দেন তিনি।

গত রোববার চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা একটি সম্ভাব্য বাণিজ্যচুক্তির কাঠামো নিয়ে আলোচনা করেন এবং আগামী বৃহস্পতিবার ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সময় নির্ধারণের কাজ করেন। এসব খবরে মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়, কারণ বিনিয়োগকারীদের মধ্যে বাণিজ্য উত্তেজনা কমার আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহ বেড়েছে।

এদিকে, বুধবারের ফেড বৈঠকে সুদের হার কমানো হতে পারে-এমন প্রত্যাশা রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। তারা ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তব্যের দিকেও নজর রাখছেন।

স্বর্ণ সাধারণত কম সুদের পরিবেশে বেশি লাভজনক হয়ে ওঠে, কারণ এটি থেকে সুদ পাওয়া যায় না, ফলে অন্য বিনিয়োগের বিকল্প হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যায়। চলতি বছরেই স্বর্ণের স্পট দামে প্রায় ৫৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল। গত ২০ অক্টোবর স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে উঠেছিল, তবে পরে তা ৩ দশমিক ২ শতাংশ কমে গেছে।

বিশ্লেষক প্রতিষ্ঠান সিটি সম্প্রতি তাদের তিন মাসের স্বর্ণমূল্যের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ডলার থেকে ৩ হাজার ৮০০ ডলার প্রতি আউন্সে এনেছে। অন্যদিকে ক্যাপিটাল ইকোনমিক্স জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম দাঁড়াতে পারে প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারে।

অন্য ধাতুর দামের ক্ষেত্রেও পতন দেখা গেছে। স্পট সিলভার কমে প্রতি আউন্স ৪৫ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে, যা এক মাসের মধ্যে সর্বনিম্ন। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ, দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৫৩৮ দশমিক ৫০ ডলারে। আর প্যালাডিয়ামের দামও ৩ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫৬ ডলারে নেমেছে, যা তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ