ইসরায়েলি সেনারা সোমবার (২৭ অক্টোবর) পশ্চিম তীরে অবৈধ নির্মাণের অভিযোগে পাঁচটি ফিলিস্তিনি ঘর ধ্বংস করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী এই অঞ্চলগুলোতে বিল্ডিং পারমিটের অভাব দেখিয়ে অভিযান চালিয়েছে।
পূর্বে আল-ফুন্দুক শহরে সেনারা দুইটি দুইতলা বাড়ি ধ্বংস করেছে। স্থানীয়দের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এগুলো তৈরি করা হয়েছিল পারমিট ছাড়াই।
জেরিকোতে মারজ ঘজাল গ্রামের আরও দুটি ঘর একই কারণে ধ্বংস করা হয়েছে। এছাড়াও নাবলুসের পূর্বে ফুরুশ বেইত দাজান শহরে আরেকটি ঘরও উদ্ধারকারী অভিযান শেষে ধ্বংস করা হয়।
এছাড়াও সালফিতের পশ্চিমে দেইর বল্লুত শহরে একটি কৃষি ঘর ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে এটি পারমিট ছাড়া তৈরি করা হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি
পূর্বে আল-ফুন্দুক শহরে সেনারা দুইটি দুইতলা বাড়ি ধ্বংস করেছে। স্থানীয়দের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, এগুলো তৈরি করা হয়েছিল পারমিট ছাড়াই।
জেরিকোতে মারজ ঘজাল গ্রামের আরও দুটি ঘর একই কারণে ধ্বংস করা হয়েছে। এছাড়াও নাবলুসের পূর্বে ফুরুশ বেইত দাজান শহরে আরেকটি ঘরও উদ্ধারকারী অভিযান শেষে ধ্বংস করা হয়।
এছাড়াও সালফিতের পশ্চিমে দেইর বল্লুত শহরে একটি কৃষি ঘর ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে এটি পারমিট ছাড়া তৈরি করা হয়েছিল। সূত্র: আনাদোলু এজেন্সি
আন্তজার্তিক ডেস্ক