ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিন-দুপুরে প্রাইভেটকারে গরু নিয়ে পালালো চোর গাজায় ইসরায়েলি হামলা হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ৩০ মিনিটের ব্যবধানে চীন সাগরে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত  এআই দিয়ে ৩ বোনের অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, ভাইয়ের আত্মহত্যা মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাণীনগরে ইয়াবাসহ ২ যুবক আটক দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা- খাদ্য উপদেষ্টা সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার শীতের কম্বল ফেব্রয়ারিতে দিয়ে লাভ নেই দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা- খাদ্য উপদেষ্টা নিয়ামতপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাহির ১৪ বছরের সংসার ভেঙে গেল পাকিস্তানে নিষিদ্ধ সালমান, অভিনেতার বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ভিগো, ট্যাঙ্গো থেকে যেভাবে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়েন তারা পরীমণির সঙ্গে দ্বন্দ্ব, অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস একসঙ্গে ৫ সন্তানের জন্ম, বিপাকে বাবা-মা খালে মিলল নিখোঁজ গৃহবধূর ওড়না পেচানো মরদেহ ডিবি সেজে নারীর সঙ্গে সম্পর্ক, কফি খাইয়ে সর্বস্ব লুট টুপি নিয়ে কথা-কাটাকাটি, ঘুমন্ত সহপাঠীকে গলা কেটে হত্যা ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা বগুড়ায় তালাক সংখ্যা বেড়েছে

চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন, মৎস্য মন্ত্রণালয়ে স্মারকলিপি

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৩৯:৪৭ অপরাহ্ন
চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন, মৎস্য মন্ত্রণালয়ে স্মারকলিপি চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন, মৎস্য মন্ত্রণালয়ে স্মারকলিপি
বরেন্দ্র অঞ্চলের নদ-নদী, খাল-বিল ও জীববৈচিত্র্য রক্ষায় এবং দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে চায়না দুয়ারি জালসহ মাছ ধরার ক্ষতিকর বিদেশি সরঞ্জাম নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও পরিবেশকর্মীরা।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) ও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় জেলেরা তাদের ঐতিহ্যবাহী মাছ শিকারের উপকরণ খোরা জাল, পলো/ডুবি, ফাঁদ জাল, চাঁই/ছই ইত্যাদি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে চায়না জাল বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত চিকন ফাঁসের হওয়ায় সকল ধরনের মাছের পোনা পর্যন্ত আটকে যায়। এর ফলে মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। একইসাথে নদীতে রাসায়নিক 'হানিটোপ' ব্যবহার জলজ প্রতিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যার বেশিরভাগই চীন থেকে আমদানি করা হয়।

মানববন্ধনে মাঠ পর্যায়ে বরেন্দ্র অঞ্চলের জেলেদের অভিজ্ঞতাভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করেন বারসিক’র গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ৪.৫ সেন্টিমিটার বা তদপেক্ষা কম ব্যাসের ফাঁস বিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ হলেও রাজশাহীর নদ-নদী ও জলাভূমিগুলোতে প্রকাশ্যে চায়না দুয়ারি বা কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে। এর ফলে দেশি মাছের প্রজাতির পাশাপাশি অগণিত জলজ উদ্ভিদ, পাখি, ব্যাঙ ও কচ্ছপসহ জলজ বাস্তুসংস্থান ধ্বংস হয়ে যাচ্ছে।

গোকুল-মথুরা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের বিলকুমারিতে আগে অনেক জাতের মাছ ছিলো, এখন আর নেই, মৌসুমে মাছ পাইনা।” গ্রীন কোয়ালিশন রাজশাহীর আহবায়ক মাহবুব সিদ্দিকী অবিলম্বে চায়না দুয়ারি জাল আমদানি, বুনন এবং সকল কারখানা বন্ধ করার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে দেওয়া প্রধান দাবিগুলো হলো:
বরেন্দ্র অঞ্চলসহ সারাদেশে, বিশেষ করে পদ্মা ও ছোট নদীগুলোসহ জলাভূমিগুলোতে চায়না দুয়ারি জাল ও এ জাতীয় ক্ষতিকর জাল সম্পূর্ণ নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা।
অবৈধ মাছ ধরার যন্ত্র ও তরল রাসায়নিক বিক্রয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থাসহ এই জাল বুনন, সুতা আমদানি, ক্রয়-বিক্রয়, ব্যবহার বন্ধসহ বাজার নিয়ন্ত্রণ করা।
স্থানীয় জেলেদের বিকল্প জীবিকার জন্য প্রশিক্ষণ, প্রণোদনা ও মৌসুমী ভাতা প্রদান করা।
দেশীয় মাছের সংরক্ষণে নদী ও খাল-খাড়িসহ বিল, জলাধার লিজ প্রথা বন্ধ করে প্রকৃত মৎজীবী/জেলে সম্প্রদায়কে মৎস উৎপাদন ও ব্যবহার করতে দিতে হবে।
জেলে সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা, রেশন ও মৌসুমি ক্ষতিপূরণ ব্যবস্থাকে ঐতিহ্যগতভাবে পুনর্বিন্যাস ও সম্প্রসারণ করা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নওহাটা মৎসজীবী সমবায়র সাধারণ সম্পাদক আবু সামা, জেলে রঘুনাথ হালদার, সামাজিক কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস, জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহমুদ জামাল কাদেরীসহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা- খাদ্য উপদেষ্টা

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা- খাদ্য উপদেষ্টা