রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও মাদক কারবারী আকাশ আহমেদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৭ মে) নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার আকাশ আহমেদ (২৪), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো. হালিমের ছেলে। একই রাতে অভিযানে আরও দুইজন পলাতক আসামির বাড়ি থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে মতিহার থানা এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী আকাশ একই এলাকার নারী মাদক কারবারী মোসা. মনিকা বেগম ও মো. সুমন রেজার বাড়ি থেকে ১৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিকা ও সুমন পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত আকাশ আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার আকাশ আহমেদ (২৪), সে নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো. হালিমের ছেলে। একই রাতে অভিযানে আরও দুইজন পলাতক আসামির বাড়ি থেকে মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, মঙ্গলবার রাতে মতিহার থানা এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী আকাশ একই এলাকার নারী মাদক কারবারী মোসা. মনিকা বেগম ও মো. সুমন রেজার বাড়ি থেকে ১৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিকা ও সুমন পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে গ্রেপ্তারকৃত আকাশ আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।