রাজশাহীর সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল আহমেদ (৪৫)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)
শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য সহকর্মী-গুণগ্রাহী রেখে গেছেন।
জুয়েল আহমেদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঁচানিমাঠ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি ঢাকা মেইল ২৪ ও উন্নোচন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছিলেন। পাশাপাশি তিনি রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী-এর সক্রিয় সদস্য ছিলেন।
সহকর্মীদের ভাষায়, জুয়েল আহমেদ ছিলেন একজন সৎ, নিরহঙ্কার ও মানবিক সাংবাদিক। তার মৃত্যুতে রাজশাহীর সংবাদমাধ্যম অঙ্গন এক নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল।
বাদ আসর পাঁচানিমাঠ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হবে।
রাজশাহীর বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, “জুয়েল ভাইয়ের মতো পরিশ্রমী ও সহজ-সরল মানুষ আজকাল বিরল। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
আমরা সাংবাদিক জুয়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
ইব্রাহীম হোসেন সম্রাট