সিরাজগঞ্জে সলঙ্গা থানা এলাকা হতে ১০৮ গ্রাম হেরোইনসহ মোঃ লালন (২৭) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় সলঙ্গা থানাধীন রামারচরের সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ লালন রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি, র্যাব-১২, সিরাজগঞ্জ।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল সোয়া ৩টায় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরের সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ মোঃ লালন নামে এক মাদক বারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ১,৫৫০/- টাকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ বিভিন্ন শহর ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
  আবু হেনা মোস্তফা জামান
 আবু হেনা মোস্তফা জামান  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                