ঢাকা , শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাপে কাটা বৃদ্ধিমূখী: র‌্যামেক এ চালু হতে যাচ্ছে দেশসেরা স্নেক-বাইট ওয়ার্ড নিউ ইয়র্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর 'বিসমিল্লায় ভুল' রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক নাইম বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা গুরুদাসপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক: অনন্যা পাণ্ডে ‘কৃত্রিম বাধা’র মাধ্যমে গাজা শান্তি পরিকল্পনা নস্যাৎ করতে চায় ইসরায়েল সিরাজগঞ্জে বাড়ছে এইডস রোগী, ২৬ জনের মৃত্যু ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী হিসেবে থাকবেন না ব্যারিস্টার সরোয়ার হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির ১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান বাংলাদেশের নরসিংদীতে পেট্রোল ঢেলে স্ত্রী-সন্তানের গায়ে আগুন, দগ্ধ ৫ সুস্থ ও নেক সন্তান লাভের ৪ দোয়া সহজ কিছু ডিটক্স টিপসে শরীর থাকবে ঝরঝরে বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই: চমক পাবনায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ সহমর্মিতার গুণ অর্জন করবেন যেভাবে মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির? মাত্র ১৫ মিনিটে মিলবে উপশম

মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ
দেশজুড়ে মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি এবং বিচারহীনতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মুসলিম নারী ও কিশোরীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার বিচার হচ্ছে না। বক্তারা বলেন, “মানবাধিকারের কথা বলা আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন উলামা-জনতা পরিষদ রাজশাহীর সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি। তিনি বলেন, “এটি কেবল সামাজিক অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। সময় এসেছে বিশ্ব মুসলিম সমাজকে এক হয়ে এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানোর।”

বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইবনে মাসাইদ, মুফতি আহমদ উল্লাহ ও মুফতি আফজালুল রহমান প্রমুখ।

মানবাধিকারকর্মীরা বলছেন, দেশে নারী ও কিশোরীদের ওপর সহিংসতার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। রাজশাহীর মানবাধিকার সংগঠন মানববন্ধন বাংলাদেশ-এর সমন্বয়ক রফিকুল ইসলাম তৌহিদ বলেন, “ধর্ষণ বা যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার না হলে সামাজিক প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা পারভীন বলেন, “ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে নারীদের ওপর সহিংসতা শুধু অপরাধ নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই হতে পারে এই প্রবণতা রোধের মূল উপায়।”

সমাবেশ শেষে বক্তারা ঘোষণা দেন, আগামী সপ্তাহে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে, যাতে যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়।

বক্তারা বলেন, “শুধু বক্তৃতা নয়, এখন সময় বাস্তব পদক্ষেপের। মুসলিম নারীদের নিরাপত্তা রক্ষায় দেশ-বিদেশের সবাইকে এগিয়ে আসতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ

সবুজ জ্বালানি নির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে রাজশাহীতে জনসমাবেশ