ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১ রাউজানে শীতার্তদের মাঝে র‌্যাব-৭ এর শীতবস্ত্র বিতরণ কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের স্মরণসভা শেষে সাবেক এমপি মোজাম্মেল হকের ভাতিজার মৃত্যু তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির দোয়া মাহফিল সাবেক এমপি মোজাম্মেল হকের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত নতুন বইয়ে মলাট লাগানোর রীতির প্রীতি কমে গেছে নিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশ কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান, তথ্য ও সম্প্রচার সচিব রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, পালিয়েছে ছিনতাইকারীরা নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ হযরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে - তথ্য ও সম্প্রচার সচিব পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা: আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১০:৪৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১০:৪৪:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা:  আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলা: আসামী তারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজশাহীতে বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামির মধ্যে একজন, তারা মিয়া, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি অনুযায়ী, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার বাগসারা গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া (৩৩), মহানন্দাখালী এলাকার মো. ইছুল মণ্ডলের ছেলে মো. ফারুক হোসেন (৩০) এবং একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন (২৩)।

আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তারা মিয়া হত্যাকাণ্ডে নিজের এবং অন্য দুই আসামির জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, নিহত বিউটি বেগম টাকার বিনিময়ে অসামাজিক কার্যকলাপ করতেন। ৫ হাজার টাকার বিনিময়ে অসামাজিক কাজের জন্য বিউটি বেগমের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না করে তারা পরিকল্পিতভাবে বিউটি বেগমকে হত্যা করেন এবং তার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যান।

রাজশাহী মহানগরীর পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের শনাক্ত করেন।

রবিবার (১৯ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন সোনাদিঘীর মোড় এলাকা থেকে প্রথমে তারা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পবা থানার মহানন্দাখালী ও পিল্লাপাড়া এলাকা থেকে ফারুক হোসেন এবং হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

নিহত বিউটি বেগমের ছেলে মো. মিলন প্রাং (২৫) পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার মা প্রায় ১৫ বছর ধরে পারিবারিক কলহের কারণে তার বাবার থেকে আলাদা থাকতেন এবং রাজশাহীর আলাইবিদিরপুর গ্রামে ভাড়া বাসায় থেকে একটি হোটেলে কাজ করতেন। দুই বছর আগে তিনি গাইবান্ধার মো. রাশেদ নামের এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেন।

১৮ অক্টোবর সকালে রাশেদ মিলনকে ফোন করে জানান, বিউটি বেগমের ফোন বন্ধ। খবর পেয়ে মিলন তার মায়ের ভাড়া বাসায় গিয়ে ঘরটি তালাবদ্ধ অবস্থায় পান। পরে তিনি পবা থানার বাগসারা এলাকায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর পান এবং কোমরে থাকা চাবি দিয়ে তালা খুলে লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন।

তদন্তকারী কর্মকর্তা অন্য দুই আসামি, ফারুক হোসেন ও হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করবেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নগরীর শ্রীরামপুরে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ