ঢাকা , শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিফা র‌্যাঙ্কিংয়ে উপরে উঠলো বাংলাদেশ মেয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন বাবা জুলাই সনদে যারা সই করলেন, যারা করেনি সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তার নতুন বাংলাদেশের জন্ম হলো আজ: ড. ইউনূস রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা-সহ হাতেনাতে দুই মাদক কারবারী গ্রেফতার বাঘায় বিএনপি নেতা আবুল কালাম আজাদের মৃত্যু নিয়ামতপুরে এইচএসসিতে ৫ কলেজে ফেলের হার বেশি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে রাজশাহীতে কোনো জড়তা নেই, স্বাস্থ্য দপ্তর কোরআন তিলাওয়াত সুন্দর করার ৪ উপায় সবাইকে নিয়ে কাজ করার আশ্বাস রাকসুর নবনির্বাচিত ভিপি-জিএসের জুলাই যোদ্ধা-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ ৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: রিপ্রেজেনটেটিভ আর দালালদের দৌরাত্ম্য অতিষ্ঠ রোগী ও স্বজনরা রাকসু নির্বাচনে কোন পদে কারা জয়ী রাকসু নির্বাচন: শিবির সমর্থিত প্রার্থীদের একে-অপরকে জড়িয়ে ধরে আবেগঘন কান্না

ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৬:০২ অপরাহ্ন
ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ ক্লাশ বর্জন,কর্মবিরতি ঘোষণা ও চলমান দাবি আদায়ে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল- সমাবেশ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিপেটা ও জলকামান নিক্ষেপের ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শিক্ষক-কর্মচারীদের ব্যানারে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্লাশ বর্জন ও কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে বিভিন্ন স্কুল,ও মাদরাসার শত শত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষানুরাগীরা এ কর্মসূচি পালন করেন।

‘শিক্ষক লাঞ্ছনা কেন, রাষ্ট্র জবাব চাই’ এবং ‘শিক্ষকদের ওপর হামলা, মানি না মানব না’— বাড়িভাড়া, মেডিকেল ও মহার্ঘভাতা বাড়াতে হবে ফেস্টুন, পোস্টার ও ব্যনার হাতে এসব স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাণীশংকৈল উপজেলার পৌরশহর।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষকদের ওপর এমন অমানবিক হামলা দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন শিক্ষকরা। কিন্তু তাদের ওপর পুলিশি হামলা হয়েছে,এটি শিক্ষক সমাজের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এর বিচার চাই।

সমাবেশে বক্তব্য দেন, সাবেক সাংসদ ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী। 

এছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন- অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, প্রভাষক নাসিরুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, ফেরদৌস আলম মানিক, শাহাবুদ্দিন, বাবর আলী, রেজাউল করিম, সহ-শিক্ষক আব্দুল হামিদসহ অনেকে।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন তাদের লাঞ্ছিত করা হচ্ছে—এটি মেনে নেওয়া যায় না। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

রাজশাহীতে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত