ঢাকা , শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান ৯টি খাবারের মাধ্যমে শরীরে আয়রনের ঘাটতি মেটাতে পারেন সামান্থা, তামান্না, রাকুলের ‘ভোটার কার্ড’, জুবিলি হিল্‌স-এর উপ-নির্বাচনের আগে কী ঘটল নায়িকাদের সঙ্গে? রাকসু: মুন্নুজান হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থী জুলাই সনদ স্বাক্ষর, চূড়ান্ত মুহূর্তেও অনিশ্চয়তা ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা শেষ পর্যন্ত তায়কোয়ানডো ক্যাম্প থেকে ছিটকে গেলেন স্বর্ণজয়ী দিপু চাকমা পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লালপুরে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন সার সংকট হলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন- নিজ নির্বাচনী এলাকায় ফখরুল নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন নওগাঁ জেলায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল এত অপকর্মের সাথে জড়িত বায়তুল মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে: মির্জা ফখরুল মোহনপুর কেশরহাটে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত তানোরে আবারো শীর্ষে কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ মহানগরীতে পুলিশের অভিযানে আটক ১২ ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার নোয়াখালীতে লাঠিখেলা-লোকগানে বিএনপির ৩১ দফা প্রচার হৃদয়ে পাবনার আয়োজনে ৬ দিনব্যাপি পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে

মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:২৯:০৭ অপরাহ্ন
মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন মহাদেবপুরে ভারপ্রাপ্ত সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন
নওগাঁর মহাদেবপুরের পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও আওয়ামীলীগ পূণর্বাসনের বিরুদ্ধে ও ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব থেকে অপসারণের দাবিতে মানববন্ধন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১দিকে পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার গেইটের মেইন ফটকের সামনে পাঘা এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্ধের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের দ্রুত অপসারণের জন্য দাবি জানায় তারা। 

এসময় আলতাফ হোসনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ রানা লাকি, আল ফারুক, মাহমুদুল হাসান, আব্দুল মান্নান, সাগর, সাদেক আলী এবং ফজলে রাব্বী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তার সব কিছুতে প্রভাব খাঁটিয়ে থাকেন। নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে পকেট কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা নূরুল ইসলামকে এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। এছাড়াও স্বেচ্ছাচারিতার মাধ্যমে মাদ্রাসার নামীয় জমি লীজ প্রদান, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার অপসারণের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তাজনুর আক্তারের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিধি অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি। অথচ, একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুন্ন করার  জন্য এসব অপপ্রচার করছে। যার কোন ভিত্তি নেই।

পাঘা বছির উদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি প্রফেসর নূরুল ইসলাম বলেন, তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না। তিনি দাবি করেন যে,বিগত সময়ে বিএনপি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সকলের সর্ব সম্মতিক্রমে তিনি এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।  অথচ, একটি কু-চক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যাচার করে মব সৃষ্টির পায়তারা করছেন।

এবিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, বিষয়টি অবগত নয়। তবে লিখিত অভিযোগ পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা

ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন হযরত ও হেনা