ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৬:৫০:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার রাজশাহীতে হেলপার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী দুই ভাই গ্রেফতার
২০০৩ সালের ট্রাক হেলপার আনজু হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই শাহিনুর রহমান শাহিন (৪৮) ও সাদিকুর রহমান ওরফে সুমনকে (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার সকাল সোয়া ৭টায় রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, 

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, ২০০৩ সালের (৩ সেপ্টেম্বর) ট্রাকচালক মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবলু পাবনার আত্রাই থেকে সোনা মসজিদের উদ্দেশে একটি ট্রাক নিয়ে রওনা হন। সেখানে পৌঁছানোর পর শাহিন ও সুমন পাথর পরিবহনের জন্য ট্রাকটি ভাড়া করে। সন্ধ্যার পর তারা আরেক সঙ্গী ও হেলপার আনজুকে নিয়ে রাজশাহীর দাসুরিয়ার দিকে রওনা হয়।

পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পার হওয়ার পর আসামিরা ট্রাকটি থামাতে বলে এবং কিছু সময় পর তিনজন যাত্রী একজন পুরুষ, একজন মহিলা ও একটি কিশোরীকে ট্রাকে তুলে নেয়। বিভিন্ন স্থানে থেমে ও চালককে কোমল পানীয়ের সাথে কিছু মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে তারা ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। ওই দিন রাত  পৌনে ১টায় একটি ফাঁকা স্থানে পৌঁছালে আসামিরা রশি দিয়ে চালক বাবলুর গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। তবে বাবলু ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে ধানক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।

পরদিন সকালে বিজয়নগর এলাকায় গিয়ে তিনি তার ট্রাকটি খুঁজে পান এবং পুলিশের কাছে হেলপার আনজুর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তাকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে তিনি হেলপারের রক্তাক্ত মরদেহ শনাক্ত করেন। এই হত্যাকাÐটি সেই সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় চালক বাবলু বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮, তারিখ ০৪/০৯/২০০৩। মামলার পর আসামিদের গ্রেফতার করা হলেও তারা ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। তাদের অনুপস্থিতিতেই আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শাহিন ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘ ১৫ বছর ধরে তারা নিজেদের নাম পরিবর্তন করে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে এবং বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অবশেষে, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি অভিযানিক দল তাদের অবস্থান শনাক্ত করে এবং বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল মহানগরীর শাহমখদুম থানার চকপাড়া বড় বনগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহিন ও সুমন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত