নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আঘাতে তফির উদ্দিন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তফির উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের কথা কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে জাহানারা বেগম স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তফির উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের কথা কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে জাহানারা বেগম স্বামীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।