তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, সরকারি চাকরিতে নিযুক্ত থাকাকালীন সরকারি বিধি-বিধান পুরোপুরি মেনে চলতে হবে। অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) রাজশাহী পিআইডি আয়োজিত গণকর্মচারীদের ৬০ জনঘণ্টা প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধান তথ্য অফিসার বলেন, নাগরিকদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম বিধি-বিধান প্রণয়ন করে। এসব বিধান মেনে চললে কাজে যেমন স্বচ্ছতা থাকে জনগণও তেমন কাঙ্খিত সেবা পায়।
এ সময় তিনি নবীন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
রাজশাহী পিআইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বুধবার (১৫ অক্টোবর) রাজশাহী পিআইডি আয়োজিত গণকর্মচারীদের ৬০ জনঘণ্টা প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
প্রধান তথ্য অফিসার বলেন, নাগরিকদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম বিধি-বিধান প্রণয়ন করে। এসব বিধান মেনে চললে কাজে যেমন স্বচ্ছতা থাকে জনগণও তেমন কাঙ্খিত সেবা পায়।
এ সময় তিনি নবীন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
রাজশাহী পিআইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।