ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৯:০৫:০৬ অপরাহ্ন
‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স ‘হাউসফুল ৫’, এক সিনেমার দুই ক্লাইম্যাক্স
বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবু দর্শক জনপ্রিয়তা কমেনি। চলতি বছর মুক্তি পেতে চলেছে হাউসফুল ফ্র্যাঞ্চাইসির পঞ্চম কিস্তি।

যা ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছে হাউসফুলের টিজার। টিজারে দেখা গেছে, প্রায় অর্ধেক বলিউডই যেন হাজির এ সিনেমায়! তবে এবার জানা যাচ্ছে, শুধু তারকাবহুলই নয়, বরং বলিউডের ইতিহাসে ভিন্ন এক চমক নিয়ে আসছে সিনেমাটি।
 
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, ‘হাউসফুল ৫’-এ একজন নয়, দুজন খুনি থাকবে।

তবে দুজনকে নিয়েই বড় টুইস্ট রয়েছে। জানা গেছে, দুই খুনি এক সঙ্গে দেখা যাবে না। দর্শকদের দুইবার সিনেমাটি দেখতে হবে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটি দুটি ভার্সনে মুক্তি দেবেন।

একটি হলো ‘হাউসফুল ৫’ এবং অন্যটি ‘হাউসফুল ৫-এ’। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাউসফুল ৫-এ যদি খুনি ‘এক্স’ হয়, তাহলে হাউসফুল ৫-এ তে খুনি ‘ওয়াই’ হবে। দুটি ভার্সনেই পুরো সিনেমা একই রকম হবে। তবে শেষ ২০ মিনিটে দর্শকরা সম্পূর্ণ ভিন্ন টুইস্ট উপভোগ করবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বুক মাই শো’তে সিনেমার দুটি ভার্সন আলাদাভাবে তালিকাভুক্ত করা হবে।

কোনো সিনেমা মুক্তির জন্য এটি একটি অভিনব কৌশল। এই কৌশলের ফলে দর্শকরা এটি নিয়ে আলোচনা করবেন। কারণ আলাদা আলাদা ভার্সন দেখা দর্শকদের জন্য খলনায়ক আলাদা হবে। 
 
জানা গেছে, এই অভিনব আইডিয়ায় চমকে গিয়েছেন বলিউডের অন্য প্রযোজকরাও। কারণ, এটা শুধুই মার্কেটিং নয়, দর্শককে একই সিনেমা দ্বিতীয়বার দেখাতে বাধ্য করার টেকনিক! সূত্রের দাবি, এই পরিকল্পনা নাকি বেরিয়েছে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাথা থেকে। একই সিনেমা, অথচ আলাদা দুটি চূড়ান্ত চমক—একেবারে অপ্রত্যাশিত প্ল্যান!

তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন মুক্তি পাবে। এতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ