মাদারীপুর শহর থেকে খাগদীর দিকে যাওয়ার পথে সিএনজি থেকে পড়ে গিয়ে এক অজ্ঞাত তরুণী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজি থেকে হঠাৎ ওই তরুণী পড়ে গেলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তরুণীর বয়স ২৫ বছর। তিনি বর্তমানে চিকিৎসাধীন থাকলেও নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ওই তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। কেউ তাকে চিনে থাকলে মাদারীপুর সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ এলাকায় খোঁজখবর নিচ্ছে বলেও জানা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজি থেকে হঠাৎ ওই তরুণী পড়ে গেলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত তরুণীর বয়স ২৫ বছর। তিনি বর্তমানে চিকিৎসাধীন থাকলেও নিজের নাম-পরিচয় কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ওই তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। কেউ তাকে চিনে থাকলে মাদারীপুর সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ এলাকায় খোঁজখবর নিচ্ছে বলেও জানা গেছে।