ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়, মির্জা ফখরুল তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক রাজশাহীতে নিসচার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ ২ জন আটক রাবিতে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধিতে সংশোধন মাদারীপুরে অজ্ঞাত তরুণী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি আনসার সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা ফিফার ৩০ কোটি টাকার ফান্ড ফেরত যাবে না: ক্রীড়া উপদেষ্টা মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ৬৪ জনের মৃত্যু গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু ৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি ত্বকের উজ্জ্বলতা ও শরীরে সতেজতা ধরে রাখবে লাউ আমলকির ভোলবদল হোক ৭ কৌশলে, বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! মিশরে শান্তি সম্মেলনে ইটালির মেলোনিকে প্রশংসায় ভরালেন ট্রাম্প

ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত ফাইল ফটো
ফরিদপুরের বোয়ালমারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহানুর ইসলাম বাবু (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা (২৭) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মাঝকান্দি–বোয়ালমারী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহানুর ও তার বন্ধু আরিফ মোটরসাইকেলে করে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুরকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ প্রাথমিক চিকিৎসা নেন।
 
আহত আরিফ বলেন, ‘দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শাহানুরকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আমি অল্পের জন্য বেঁচে গেছি।’
 
নিহতের চাচা গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান রিয়াজ বলেন, ‘গোল্ডেন লাইন পরিবহন প্রায়ই বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। আমার ভাতিজা বন্ধুকে সঙ্গে নিয়ে ফরিদপুর যাচ্ছিল, পথে কাদিরদীতে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।’
 
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকেই পাওয়া যায়নি। ফরিদপুর মেডিকেলে শাহানুরের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট

তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট