ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে মনোনয়ন ​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু মোহনপুরে বিনা মূল্যে কৃষককের মাঝে বীজ ও সার বিতারণ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার পাবনা ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি রংপুর রেঞ্জে ডিআইজির লালমনিরহাট সদর থানা পরিদর্শন পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার অনুষ্ঠিত তানোরে পশুহাটে ময়লার ভাগাড় জনমনে ক্ষোভ নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা

রাকসু নির্বচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৪:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৪:০০:৫৩ অপরাহ্ন
রাকসু নির্বচনে  শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি রাকসু নির্বচনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র নিষেধাজ্ঞা জারি
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মোট তিন দিনব্যাপী এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। অর্থাৎ,  বুধবার (১৫ অক্টোবর) রাত ১২টা ১মিনিট থেকে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও, এই সময়ে মাইকিং, আতশবাজি ও পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ। ক্যাম্পাসের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী এলাকায় কোন প্রকার অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার করা যাবে না।

তবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়েছে। আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৩ অক্টোবর এই আদেশ জারি করা হয়। 

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে দুই হাজার পুলিশ সদস্য ও ১২ প্লাটুন র‌্যাব এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক যৌথ বৈঠক শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার

নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার