ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামান্য ভুলের কারণে আবার যেন সেই ফ্যাসিবাদের কবলে পড়তে না হয়, মির্জা ফখরুল তানোরে ভুয়া শিক্ষকের দৌরাত্ম্যে থানায় অভিযোগ তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট সুন্দরবনে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর সহযোগী আটক রাজশাহীতে নিসচার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালিত নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল নারীর চট্টগ্রামে ২০ কোটি টাকার জাল মুদ্রাসহ ২ জন আটক রাবিতে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধিতে সংশোধন মাদারীপুরে অজ্ঞাত তরুণী গুরুতর আহত, হাসপাতালে ভর্তি আনসার সদস্যদের মনোবল বৃদ্ধিতে সাংস্কৃতিক সন্ধ্যা ফিফার ৩০ কোটি টাকার ফান্ড ফেরত যাবে না: ক্রীড়া উপদেষ্টা মেক্সিকোতে ভয়াবহ বন্যায় ৬৪ জনের মৃত্যু গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ ফরিদপুরে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু ৩ কোটি ৩৮ লক্ষ দর্শক নিয়ে এশিয়া কাপ লাইভ স্ট্রিমিং-এ রেকর্ড গড়লো বাংলালিংকের টফি ত্বকের উজ্জ্বলতা ও শরীরে সতেজতা ধরে রাখবে লাউ আমলকির ভোলবদল হোক ৭ কৌশলে, বিনা বাক্যব্যয়ে খেয়ে নেবে প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! মিশরে শান্তি সম্মেলনে ইটালির মেলোনিকে প্রশংসায় ভরালেন ট্রাম্প

বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়লো কেপ ভের্দে

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৩:৩৯:৫২ অপরাহ্ন
বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়লো কেপ ভের্দে ছবি: সংগৃহীত
জনসংখ্যা ও ভূখণ্ডের আয়তনের বিচারে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কেপ ভের্দে। বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে এস্বাতিনিকে ৩-০ গোলে হারিয়ে ওয়ার্ল্ড কাপের মূল পর্বের টিকেট পায় দেশটি।

 এর আগে, ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল তারা। স্বাধীনতা পাওয়ার পরে প্রথম ২০০২ সালের বিশ্বকাপের বাছাই পর্বে পৌঁছয় কেপ ভের্দে।

২০১৩ এবং ২০২৩ সালে আফ্রিকা কাপ অফ নেশনস কোয়ার্টার ফাইনালেও চলে গিয়েছিল দেশটি। এবার আল্টিমেট পুরস্কার হিসেবে দলটি যোগ্যতা অর্জন করেছে ওয়ার্ল্ড কাপের মূল পর্বে খেলার।

দলটির এমন সাফল্যর পেছনে রয়েছেন একজন তারকা প্লেয়ার। পিকো লোপেস! তার গল্প অনেকটা রূপকথার মতো। ৩৩ বছর বয়সী লোপেসের ক্যারিয়ারে নতুন এবং অদ্ভুত মোড় আসে।

২০১৭ সালে রোভার্সে যোগ দেয়ার আগে, এক সময় আয়ারল্যান্ড আন্ডার-১৯ জাতীয় দলে খেলতেন তিনি এবং সাথে ব্যাংকে মর্টগেজ অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। এরপর থেকে তিনি পূর্ণকালীন ফুটবলার হয়েছেন, চারটি লিগ শিরোপা জিতেছেন, ইউরোপেও খেলে দেখেছেন এবং সর্বোপরি আন্তর্জাতিক অভিষেক লাভ করেছেন।

লোপেস ডাবলিনে জন্ম ও বেড়ে উঠেছেন। তার মা আয়রিশ। অন্যদিকে, বাবা কেপ ভের্দিয়ান। সেই হিসেবে তার খেলার কথা আয়ারল্যান্ড জাতীয় দলে। তবে, ঘটনা পুরো পাল্টে যায় ২০১৯ সালে।

তিনি ২০১৯ সালের অক্টোবর টোগোর বিরুদ্ধে ২-১ বন্ধুত্বপূর্ণ ম্যাচে কেপ ভের্দের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন।

তবে, এটি হয়তো সম্ভবই হতো না, যদি তিনি তখনকার কেপ ভের্দে ম্যানেজার রুই আগুয়াসের লিঙ্কডইনে প্রেরিত বার্তার উত্তর না দিতেন। সেই মেসেজের উত্তর দিয়েই পেয়ে যান কেপ ভের্দে জাতীয় দলে খেলার সুযোগ। এরপর লোপেসকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে লোপেস বলেন, ‘আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এমন এলাকায় বড় হয়েছি যেখানে অনেক প্রাঙ্ক কল হত, তাই হয়তো অতিরিক্ত সতর্ক ছিলাম। তবে অহংকার ত্যাগ করে আমি সময়মতো সেই মেসেজের উত্তর দেই এবং সৌভাগ্যক্রমে আমাকে দলে নেয়া হয়।’

প্রাথমিক যোগাযোগের প্রায় এক মাস পর যখন লোপেস দলে যোগ দিতে যান, তখন তার সবচেয়ে বড় ভয় ছিল যোগাযোগের সমস্যা। কেপ ভের্দে দলে প্রধান ভাষা হলো পর্তুগিজ ও কেপ ভের্দিয়ান ক্রিওল ভাষা, যা তিনি জানতেন না।

তিনি জানান, ‘আমি চিন্তিত ছিলাম, কিন্তু যখন সেখানে পৌঁছাই; সবাই খুবই সহায়ক ছিল। যারা ইংরেজি জানত তারা ইংরেজিতেই কথা বলত এবং যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করতো।’

উল্লেখ্য, পিকো লোপেস শ্যামরক রোভার্সকে আয়ারল্যান্ডের লিগে ছয় মৌসুমে মোট পাঁচটি শিরোপা এবং ২০১৯ সালের পর প্রথম আইরিশ লিগে কাপ জেতাতে নেতৃত্ব দেন। সূত্র: স্কাই নিউজ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট

তানোরে অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কেটে কৃষি জমি ভরাট