রাজশাহী মহানগরীতে ছাত্রলীগ কর্মী তরিকুল-সহ ২৫জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম (২৪), সে মহানগরীর পবা থানার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগ কর্মী তরিকুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য মামলায় ১২জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তরিকুল ইসলাম (২৪), সে মহানগরীর পবা থানার বড়গাছী এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে এবং রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ছাত্রলীগ কর্মী তরিকুলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১জন, মাদক মামলায় ১জন এবং অন্যান্য মামলায় ১২জন রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।