ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন ও দুটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামে রবিবার (১২ অক্টোবর) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন পুকুর মালিক মাছচাষি নওশাদ আলী মাস্টার।
ভুক্তভোগী নওশাদ আলী জানান, দীর্ঘদিন তার নিজস্ব পুকুরে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি এবং পুকুরের পাশে একটি জমিতে কয়েকটি মেহেগুণি জাতের গাছ রোপন করেন দুর্বৃত্তরা হঠাৎ করেই ঘটনার দিন রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে ফেলে,একই সঙ্গে দুটি গাছ কর্তন করে। যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ, আরশেদুল হক বলেন বিষয়টি আমাদের জানা নেই। তবে লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী নওশাদ আলী জানান, দীর্ঘদিন তার নিজস্ব পুকুরে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি এবং পুকুরের পাশে একটি জমিতে কয়েকটি মেহেগুণি জাতের গাছ রোপন করেন দুর্বৃত্তরা হঠাৎ করেই ঘটনার দিন রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে ফেলে,একই সঙ্গে দুটি গাছ কর্তন করে। যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ, আরশেদুল হক বলেন বিষয়টি আমাদের জানা নেই। তবে লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”