সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে মালামাল চুরি করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা, ভোরে এ ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়।
স্থানীয়রা জানায়, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাড়ির ভেতর ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। একপর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা, ভোরে এ ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) সকালে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতাল নেয়।
স্থানীয়রা জানায়, আব্দুস সামাদের ছেলের বৌভাত অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় দুষ্কৃতকারীরা বাড়ির ভেতর ঢুকে কৌশলে চেতনানাশক ছিটায়। একপর্যায়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা দরজা ভেঙে আলমারিতে রাখা টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন ডেস্ক