ঢাকা , রবিবার, ০২ নভেম্বর ২০২৫ , ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান দমদমে সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মেক্সিকোয় ভয়াবহ বিস্ফোরণ! সোনোরার সুপারমার্কেটে মৃত্যু ২৩ শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার! ১২ কেজি এলপিজির দাম কমলো ২৬ টাকা বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান রাশিয়ার রাতভর আক্রমণে ইউক্রেনের ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা ১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের শাহরুখের সঙ্গে একরাত ঘুমোতে চাই: দেবশ্রী ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, ‘জঙ্গি’দের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী! চল্! কোনও ব্যাপার না, আমি তো আছি তোর সঙ্গে! বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে: গয়েশ্বর চন্দ্র রায় গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু আবারও জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান দোষী অথবা নির্দোষ এর বাইরে ইনুর কোনও বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী শিল্পা

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেত্রী  শিল্পা অমিতাভকে মনেপ্রাণে বিয়ে করতে চেয়েছিলেন এই অভিনেত্রী
অভিনেত্রী শিল্পা শিরোদকর একসময় বলিউডের জনপ্রিয় মুখ। অনেক বছর আগে আলো-আড়ম্বর থেকে দূরে সরে গিয়েছিলেন পরিবারকে সময় দিতে। প্রায় ১৩ বছর পর তিনি আবারও ফিরে আসেন পর্দায়। ‘বিগ বস ১৮’-এ তাঁর উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়।  কিন্তু এবার শিল্পা আলোচনায় অন্য কারণে অমিতাভ বচ্চনের জন্মদিনে তাঁর করা এক আন্তরিক পোস্টের জন্য।

শনিবার, ১১ অক্টোবর, অমিতাভের জন্মদিনে শিল্পা তাঁর ইনস্টাগ্রামে দু’টি পুরনো ছবি শেয়ার করে এমন কিছু কথা লিখেছেন, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

অমিতাভের সঙ্গে অভিনয় করেছেন শিল্পা। অতীতের সেই লেন্সবন্দি স্মৃতি দিয়েই বিগ বি-কে জানালেন বিশেষ দিনের শুভেচ্ছা। তিনি লিখেছেন, ‘যাঁকে আমি একসময় ভক্ত হিসাবে বিয়ে করার চুপিচুপি স্বপ্ন দেখতাম, আর যাঁর সঙ্গে কাজ করে এত কিছু শিখেছি, সেই অমিতজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেন আরও বহু বছর আমাদের পর্দা আলোকিত করে যান।’

এই পোস্টে শিল্পা শেয়ার করেছিলেন ১৯৯২ সালের জনপ্রিয় সিনেমা ‘খুদা গাওয়াহ’-র কিছু দৃশ্য, যেখানে তিনি অমিতাভ বচ্চন এবং শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন মুকুল এস. আনন্দ। সে সময় এই সিনেমা ছিল বিশাল হিট। আর অমিতাভ-শ্রীদেবীর জুটি দর্শকের মনে দাগ কেটেছিল।

এর আগেও শিল্পা ‘হম’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন। সেই ছবিতে ছিলেন রজনীকান্ত, গোবিন্দা, কিমি কাটকর-সহ আরও অনেকে। এই ছবিটি থেকেই অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে রজনীকান্তের বিখ্যাত তামিল সিনেমা ‘বাশা’ তৈরি হয়েছিল।

অমিতাভের প্রতি তাঁর এই সরল এবং স্নেহভরা ভালবাসা আবারও প্রমাণ করে, সময় যতই পেরিয়ে যাক না কেন — ভক্তের হৃদয়ে তাঁর অমিতাভ  আজও সেই অমলিন নায়ক। 

দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন শিল্পা। তিনি শীঘ্রই ‘জাতাধারা’ নামে একটি তেলুগু ছবিতে অভিনয় করবেন, যেখানে তাঁর চরিত্রের নাম শোভা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সুধীর বাবু এবং সোনাক্ষী সিনহা। জি স্টুডিওস ও এস কে জি এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে।

কেরিয়ারের শীর্ষে থাকতেই শিল্পা বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান। তিনি ২০০০ সালে ব্যাংকার অপূর্বরঞ্জন শেনয়কে বিয়ে করেন এবং ধীরে ধীরে অভিনয়জীবন থেকে বিরতি নেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যখন মা হলাম, তখন বুঝেছিলাম আমার মেয়েই এখন আমার সবচেয়ে বড় কাজ।”

প্রায় ১৩ বছর তিনি পর্দা থেকে দূরে ছিলেন। সংসার এবং মেয়েকে ঘিরে জীবন গড়ে তোলেন। দীর্ঘ বিরতির পর শিল্পা ২০১৩ সালে টেলিভিশনে কামব্যাক করেন ‘এক মুটি আসমান’ নামের ধারাবাহিক দিয়ে। যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। এরপর তিনি ‘সেলিব্রিটি এক্সপ্রেস’ এবং ‘বিগ বস ১৮’এর

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস

ওএমএস বিক্রি বন্ধ, কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অসহায় মানুষের দীর্ঘশ্বাস