ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে গৃহকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, বিপাকে বাংলাদেশী বিধবা পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ৭২ বছর বয়সে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা সেরেছে চিকিৎসক দেবী শেট্টির, কী ভাবে সম্ভব হল? পাকিস্তানে তাঁর গানে কুরুচিকর শব্দ বসিয়ে বাজানো হচ্ছে বলে অভিযোগ! ‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে আপত্তি পাকিস্তানের সাতক্ষীরা তালায় ‎একাধিক বিয়ে করে প্রতারণা! আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের অপকর্মের দ্রুত অবসান ঘটুক ও বিচার চাই তার স্ত্রী বিসিবি এবার রাজশাহীতে বিপিএল আয়োজন করবে রাবি ছাত্রলীগকর্মী হত্যা মামলায় জামায়াত-শিবিরের সব আসামি খালাস বগুড়ায় ওটিপি প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন ছেলে ধর্ষণে প্রেমিকার মৃত্যু, আটক ২ রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি সীমান্তে হঠাৎ বিস্ফোরণ, বিজিবি সদস্য আহত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় ৬ দফা দাবি রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু নামাজের নিষিদ্ধ ৩ সময় পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র নিচ্ছে আফগানিস্তান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:৪৮:৪৯ পূর্বাহ্ন
টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে টাকার লোভে নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করলো ছেলে
নিজের ছেলের হাতে নৃশংসভাবে খুন এক বৃদ্ধা। শ্বাসরোধ করে নিজের মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। খুনের পর মায়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেন তিনি। যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়। যদিও শেষমেশ তাঁর কীর্তি ফাঁস হয়েছে। বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে ঘাতক যুবকের।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌসাম্বী জেলায়। পুলিশ জানিয়েছে, নিজের মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মাকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়েও দেন তাঁর ছেলে। যাতে সকলের দেখে মনে হয়, বৃদ্ধা আত্মঘাতী হয়েছেন। খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার যুবকের নাম, কিষান কিশোর। কৌসাম্বী জেলায় খের ওয়া গ্রামের বাসিন্দা তিনি। ৫৫ বছর বয়সি শীলা দেবীকে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন কিষান। কারণ? কিষানের আশঙ্কা ছিল, মা তাঁর জমি ও তিন লক্ষ টাকা ভাইয়ের নামে লিখে দেবেন। সম্পত্তির লোভেই মাকে নৃশংসভাবে খুন করেন ওই যুবক। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই নিজের তুতো ভাই জয় সিংয়ের বাড়িতে বসবাস করছিলেন শীলা দেবী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান আত্মীয়রা। মরদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শীলা দেবীকে। এরপর তাঁর ছেলেকে জেরা শুরু করে পুলিশ। দীর্ঘ পুলিশ জেরায় মাকে খুনের ঘটনাটি তিনি স্বীকার করে নিয়েছেন। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।  

প্রসঙ্গত, চলতি বছরেই মহারাষ্ট্রে এমন এক হত্যাকাণ্ড ঘটেছিল। বর্ষবরণের পরেরদিনই বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করল মেয়ে। খুনের পর রক্তমাখা ছুরি নিয়ে থানায় গিয়ে সবটা জানিয়েও দিল সে। ঘাতক যুবতীর মুখে খুনের কারণ ও বর্ণনা শুনে রীতিমতো হতবাক পুলিশ। তখনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের কুরলা ইস্টের কুরেসি নগর এলাকার বাসিন্দা ছিলেন ৭১ বছর বয়সি বৃদ্ধা সাবিরা বানু শেখ। বৃহস্পতিবার বাড়িতে ছোট মেয়ের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। তুমুল অশান্তির মাঝে আচমকা ধারাল ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় ছোট মেয়ে।  

সেদিন বৃদ্ধা মায়ের পেটে, বুকে, ঘাড়ে বারবার ছুরির কোপ বসিয়ে খুন করে ছোট মেয়ে। এরপরই থানায় ছুটে যায় ৪১ বছর বয়সি যুবতী। পুলিশকে জানায়, বৃদ্ধা মাকে সে খুন করেছে। পুলিশকে ঘাতক যুবতী আরও জানিয়েছে, দিদিকে বেশি ভালবাসতেন মা। বাড়িতে সবকিছুতেই দিদি অগ্রাধিকার পেতেন। আজীবন সে বঞ্চিতই ছিল। মায়ের এই আচরণে যারপরনাই ক্ষুব্ধ ছিল সে। বারবার অভিযোগ জানিয়েও কোনওদিন দিদির থেকে বেশি গুরুত্ব পায়নি। এই কারণেই প্রায় অশান্তি হত বাড়িতে। সেদিন অশান্তির মাঝে রাগের মাথায় মাকে খুন করে সে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু