ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ফের ভেকু মেশিন নিস্ক্রীয় তানোরে সরকারি খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা ​দুর্গাপুরে ড্রেজার মেশিন জব্দ ও ভাসমান ভেলা ধ্বংস মোহনপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোহনপুরে সিসিডিবি উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ​নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে বিনা প্রচারণায় রাতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ নোয়াখালীতে জমির বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নগরীতে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার পলাশ সহ গ্রেফতার ৩৪ নগরীতে ট্যাপেন্টাডল-সহ ৫ কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদক প্রতিরোধে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় মতবিনিময় সভা চাইলে পরে ঠিক, সিল দিন টিক, অধ্যাপক আলী রীয়াজ গুণগতমান বজায় রেখে দ্রুত রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ শেষের নির্দেশ নগরীতে পুলিশের অভিযানে আ’লীগ নেতা ও রাবি সেকশন অফিসার সহ গ্রেফতার ৩৪ দামকুড়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চট্টগ্রামে আলোচিত আইনজীবী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম

  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ০১:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ০১:২৫:৩৪ পূর্বাহ্ন
তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে  কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম তানোরে কোচিং সেন্টারে ছাত্রীকে কুপ্রস্তাব শিক্ষককে উত্তম-মধ্যম
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার আলোচিত অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব ও মুঠোফোন ম্যাসেঞ্জারে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকার অভিভাবকগণ উত্তেজিত হয়ে কোচিং সেন্টার ঘেরাও এবং কোচিং সেন্টার পরিচালক অভিযুক্ত রোকনুজ্জামানকে (শিক্ষক) উত্তম মধ্যম দিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং সেন্টারের শিক্ষক আহসান হাবীব এবং পরিচালক রোকনুজ্জামান  গত এক বছর ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। 

সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের অভিভাবকদের কাছে অভিযোগ করে জানায়,শিক্ষক আহসান হাবীব ও রোকনুজ্জামান মেসেঞ্জারে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ কথা বলেন এবং অনৈতিক প্রস্তাব দেন ও পরীক্ষায় পাশ করানোর কথা বলে শারীরিক সম্পর্ক করতে চাই। এদিকে গত ১০ অক্টোবর শুক্রবার বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী কোচিং সেন্টারে গিয়ে ওই শিক্ষককে মারধর করে আটক করেন।

পরবর্তীতে কোচিং সেন্টারের পরিচালক রোকনুজ্জামান  ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। তবে তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, আমি কোনো শারীরিক সম্পর্ক করিনি, শুধু অনলাইনে কথাবার্তা বলতাম। আহসান হাবীব কী করেছে সেটা আমি জানি না,” অভিযুক্ত রোকনুজ্জামানের বাড়ি  তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের (ইউপি) মোহাম্মদপুর গ্রামে। পরে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি বলেন এ বিষয়ে নিউজ করার প্রয়োজন নাই নিউজ না করাই ভালো বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয়রা জানান, অপর শিক্ষকের নাম আহসান হাবিব। তার বাড়ি খুলনা জেলায়, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শহরের বিভিন্ন কোচিং সেন্টারে  পড়ান।

এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ  বলেন, দুপুরের দিকে এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হয়েছে আর আমি খেতুরীধাম মেলায় আছি ভাই একটু ব্যস্ত আছি ।

অন্যদিকে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ির এসআই সোনাতন  জানান, অভিযুক্ত শিক্ষক ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলতেন এবং ছাত্রীদের খারাপ প্রস্তাব দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। পরে স্থানীয় জনতা তাকে হালকা শারীরিকভাবে শাস্তি দিয়ে আটক রাখে। তার বাবা ভুল স্বীকার করে  তাকে নিয়ে গেছেন। এ ঘটনায় স্থানীয় অভিভাবক সমাজ ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,একজন শিক্ষক যখন ছাত্রীর সঙ্গে এমন আচরণ করে, তখন তা পুরো শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক।

আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।স্থানীয় অভিভাবকরা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য "অ্যাডভান্স কোচিং সেন্টার" স্থায়ীভাবে বন্ধেরও দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নগরীর রাজপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত