ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫ টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকদল নেতার মৃত্যু শহিদুল আলমদের ধরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানাল ইসরায়েল সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ রাজশাহী সহ দেশের ২০ অঞ্চলের জন্য সতর্কবার্তা বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:২৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৯:২৯:৫৬ অপরাহ্ন
লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর
নদীতে শত শত নৌকা একেকটি নৌকা একেক রকমের সাজানো ঢাক-ঢোল, সাউন্ড বক্স আর মাইকের গানের শব্দে মুখরিত চারেদিক  সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের ছেলে-মেয়েসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নাচানাচি। আর সেই দৃশ্য উপভোগ করতে নদীর দু’পারে ভিড় করেন হাজারো মানুষ। এমনই মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে নওগাঁর রাণীনগর উপজেলায় লক্ষ্মীপূজা উপলক্ষে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহরে। লক্ষ্মীপূজা উপলক্ষে মঙ্গলবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল বাজারে বসে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।

স্থানীয়রা তাদের শত বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিমা বিসর্জনের দিন থেকে লক্ষ্মীপূজা উপলক্ষে কুজাইল বাজারে দুই দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করেন। মেলায় বসে হরেক রকমের দোকানপাট। মেলার প্রথম দিন আর্কষণ নৌবহর। আর দ্বিতীয় দিন হয় বউ মেলা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর রাজবাড়ির রাজবাহাদুর শ্রী. অন্নদা প্রসন্ন লাহিড়ীর রাজত্ব পরিচালনার আগে থেকে লক্ষ্মীপূজা উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় দুই’শ বছর থেকে লক্ষ্মী প্রতিমা বিসর্জনের দিন থেকে এ মেলা শুরু হয়। ঐতিহ্যবাহী এ মেলার বিশেষ আর্কষণ লক্ষ্মী প্রতিমা বিসর্জন উপলক্ষে ছোট যমুনা নদীতে নৌবহর। এদিন দুপুরের পর থেকে রাণীনগর, আত্রাই, মান্দা, নওগাঁ সদরসহ কয়েকটি উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় চড়ে আসতে থাকে। পাশাপাশি মেলা ও নৌবহর উপভোগ করার জন্য নৌকায় ঘুরে বেড়ান অন্যান্য ধর্মের মানুষও। সাউন্ড বক্স, মাইক আর ঢাকের তালে তালে নৌকায় বিনোদনপ্রেমীদের নৃত্যে মুখরিত হয়ে উঠে ছোট যমুনা নদী। ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিণত হয় নদীর দু’পার। মঙ্গলবার প্রায় ৪ শতাধিক নৌকা নদীতে নৌবহরে মেতে উঠে। চলে সন্ধ্যা পর্যন্ত। এরপর নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

কুজাইল হিন্দুপাড়া গ্রামের বিকাশ চন্দ্র প্রামানিক বলেন, পূর্ব পুরুষেরা এ মেলা শুরু করে গিয়েছেন। আমরা শুধু ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছি। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলেও আমাদের এখানে লক্ষ্মীপূজার আনন্দটা বেশি হয়।

মেলা কমিটির সদস্য সচিব শামসুল ইসলাম বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই মেলায় আমরা হিন্দু মুসলিম একে অপরকে সহযোগিতা করি। এ মেলায় অনেক দুর দুরান্ত থেকে নৌকা নিয়ে এসে নৌবহরে যুক্ত হয়। যা হাজার হাজার নারী পুরুষ উপভোগ করেন। এবারের মেলায় প্রায় দুইশত দোকান বসেছে।

কুজাইল বাজার জাগরণ সংসদ ক্লাবের সভাপতি শাহিদুর রহমান বলেন, শত শত বছর আগে থেকে লক্ষ্মীপূজা উপলক্ষে এখানে মেলা হয়ে থাকে। মেলার মূল আকর্ষন নৌবহর। যা নদীর দু’পারের হাজার হাজার মানুষ উপভোগ করে। মেলায় জামাইদের বড় বড় মাছ, মিষ্টিসহ হরেক রকমের খাবার কেনাকাটার ধুম পড়ে যায়। মেলার দ্বিতীয় দিন বউমেলা অনুষ্ঠিত হয়। আমরা হিন্দু মুসলিম উভয়ে মিলেমিশে এই আনন্দ উপভোগ করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। যা বলা যায় এক প্রকার সেতু বন্ধন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার