ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা রাণীনগরে ছোট যমুনা নদীতে শত শত নৌকার নৌবহর নওগাঁয় পানিবন্দি ২৫ পরিবার, মানবেতর জীবনযাপন স্বামী-স্ত্রী ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার প্রতিবন্ধীকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ কারাগারে ইয়াবাসহ মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার গোমস্তাপুরে ড্রেনবিহীন রাস্তা: জনদুর্ভোগ চরমে, দুর্ঘটনার ঝুঁকি রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার দুর্গাপুরে নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের কাণ্ড বাঘায় ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার আবাসিক হোটেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা মেঘনায় পুলিশের ওপর চাঁদাবাজদের হামলা, ৩ পুলিশসহ আহত ৫ টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল, বিপর্যস্ত পরিবেশ গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকদল নেতার মৃত্যু শহিদুল আলমদের ধরে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, জানাল ইসরায়েল সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১ রাজশাহী সহ দেশের ২০ অঞ্চলের জন্য সতর্কবার্তা বিএনপি নেতা আনিসুরের মৃত্যুতে তারেক রহমানের শোক রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী বদলির আদেশ অমান্য করে রাসিকে সচিবের দায়িত্বে রুমানা আফরোজ: প্রশাসনিক বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি

সারা বিশ্বে তুমুল আলোচিত কে এই গ্রেটা থুনবার্গ?

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৪৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৪৭:৩২ অপরাহ্ন
সারা বিশ্বে তুমুল আলোচিত কে এই গ্রেটা থুনবার্গ? ছবি: সংগৃহীত
গ্রেটা থুনবার্গ; নামটা পুরো পৃথিবীতে খুবই পরিচিত। পরিবেশ আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর হিসেবে সুইডিশ এই কিশোরী বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছেন। 

গ্রেটা থুনবার্গ ২০০৩ সালের ৩ জানুয়ারি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তার পরিবারও পরিবেশবাদী পরিচয়ে সমৃদ্ধ। তার মা মালিনা এরনমান একজন অপেরা গায়কী এবং বাবা সুইডিশ অভিনেতা স্বিডেন থুনবার্গ। পরিবারটি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন ছিল। ছোটবেলা থেকেই থুনবার্গ প্রকৃতির প্রতি গভীর খেয়াল রাখতেন।

গ্রেটার শৈশব ছিল কিছুটা ভিন্নরকম—তিনি ১১ বছর বয়সে Asperger Syndrome (অ্যাসপার্জার সিন্ড্রোম), একটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডায়াগনোসিস পান। এই বিষয়টি তার প্রতিবাদ এবং আন্দোলনের পথচলায় শক্তি হিসেবে কাজ করে, কারণ তিনি বিষয়গুলোতে গভীর মনোযোগ দিতে পারেন।

স্কুলজীবনে গ্রেটা নিয়মিত পরিবেশ বিষয়ে পড়াশোনা করেন এবং বিশ্বের জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বুঝতে শুরু করেন। ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে, যখন তিনি স্কুল থেকে ছুটি নিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে ‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’ নামে একক আন্দোলন শুরু করেন, তখন থেকে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তার এই প্রতিবাদ বিশ্বব্যাপী যুব সমাজের মধ্যে জলবায়ু ন্যায় ও কার্যকর পদক্ষেপের দাবিতে একটি বিশাল তরঙ্গ তৈরি করে।

গ্রেটা বর্তমানে স্কুলে শিক্ষাজীবন চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন। তার পরিবারের সমর্থন এবং তার নিজের অটুট সংকল্প তাকে আরও শক্তিশালী করেছে।

গত সপ্তাহে গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশিত হওয়ার পর গ্রেটা থুনবার্গের প্রতি সংহতির বার্তায় ভরে উঠেছে সরকারি সংবাদমাধ্যম। অভিযাত্রীদের বক্তব্যে এক ভয়াবহ অগ্নিপরীক্ষার বর্ণনা পাওয়া গেছে। ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বলেন, ইসরায়েলি বাহিনী তাকে এবং তার সহযাত্রীদের অপহরণ করে ‘অপমানজনক’ পরিস্থিতির শিকার করে। তুর্কিকর্মী এরসিন চেলিক সংবাদমাধ্যমকে বলেন, তারা আমাদের চোখের সামনে ছোট্ট গ্রেটাকে চুল ধরে টেনে নিয়ে যায়, মারধর করে এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করে।

থুনবার্গ নিজেই সুইডিশ কর্মকর্তাদের জানিয়েছেন, ইসরায়েলি হেফাজতে তার সঙ্গে কঠোর আচরণ করা হয়েছিল। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ই-মেল অনুসারে, দ্য গার্ডিয়ানে দেখা গেছে, কারাগারে কর্মীকে দেখতে আসা একজন কর্মকর্তা বলেছেন, ‘তিনি ডিহাইড্রেশনের কথা জানিয়েছেন...পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার উভয়ই পাননি। তার ফুসকুড়ি দেখা দিয়েছে, যা তার সন্দেহ বিছানার পোকামাকড়ের কারণে হয়েছে।

অনেকেই বিশ্বনেতাদের ডাক দিয়েছেন যারা জলবায়ুকর্মী যখন খ্যাতি অর্জন করেছিলেন তখন তার সঙ্গে দেখা করতে এবং ছবি তুলতে ব্যস্ত ছিলেন, কিন্তু ইসরায়েলি বন্দিদশায় তার ওপর নির্যাতনের খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চুপ করে আছেন।

থুনবার্গরা গাজার জলসীমায় বসানো ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েলের সশস্ত্র বাহিনী তাদের প্রচেষ্টা রুখে দিয়ে প্রায় ৪৭৯ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। এর পর থেকে এ পর্যন্ত ৩২১ জন আন্দোলনকারীকে তুরস্ক, গ্রিসসহ নিকটবর্তী দেশগুলোতে পাঠিয়ে দিয়েছে ইসরায়েল। এথেন্স বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো জনতার উদ্দেশে গ্রেটা থুনবার্গ খুব স্পষ্ট করে বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি, সেখানে একটি গণহত্যা চলমান আছে।

থুনবার্গ অভিযোগ করেন, আমাদের বিশ্বব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তারা এমনকি জঘন্য যুদ্ধাপরাধ ঘটতে থাকলেও তা ঠেকাতে পারছে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার

রাজশাহীতে দেড় কোটি টাকা মূল্যের দূর্লভ মূর্তি উদ্ধার