ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৩৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৩৬:৩০ অপরাহ্ন
তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ ফাইল ফটো
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরে গড়ে উঠা কথিত দি পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগণস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতক মুত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় ৭ অক্টোবর মঙ্গলবার নবজাতকের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে ক্লিনিক মালিকের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগ তুলে নিয়ে মিমাংসার জন্য রাজ্জাককে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বাবু বলে তিনি জানান।

জানা গেছে, গত ৪ অক্টোবর শনিবার মুন্ডুমালা পৌর এলাকার মুন্ডুমালা ভাটার মোড় মহল্লার আব্দুর রাজ্জাকের স্ত্রী সোহানা বেগমের প্রসব বেদনা দেখা দেয়। এমতাবস্থায় শনিবার সকালে ক্লিনিকের এক দালালের খপ্পরে পড়ে তারা প্রসুতিকে দি পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। প্রথমেই রক্ত ও প্রস্রাব পরীক্ষার কথা বলে ২৪০০ টাকা হাতিয়ে ক্লিনিকের কথিত মালিক বাবু। পরবর্তীতে বিকেলে রাজশাহী থেকে এসে চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল (এমবিবিএস, সিসিডি (বারডেম) ডিএমইউ (আস্ট্রা) ডায়াে হাইপারটেনশন ও ডায়াবেটিস রোগে বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার) প্রসুতির অস্ত্রোপাচার করেন। অথচ বিশেষজ্ঞ সার্জন ব্যতিত অস্ত্রোপাচার করার কোনো  সুযোগ নাই। কিন্তু চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল বিশেষজ্ঞ সার্জন নন। প্রসুতি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এদিকে নবজাতকের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন। কিন্তু ক্লিনিক মালিক বাবু নিজেই নবজাতকের পাঁয়ে ইঞ্জেকশন পুশ করেন। এরপরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে বাবু ক্লিনিক থেকে জোরপুর্বক নবজাতককে রাজশাহী নিয়ে যেতে বাধ্য করেন বলে জানান নবজাতকের পিতা আব্দুর রাজ্জাক।

রাজ্জাক বলেন, রাজশাহী নেয়ার পথেই নবজাতকের মুত্যু হয়।তিনি বলেন,তার সন্তানের মৃত্যুর জন্য বাবু দায়ী,তিনি ক্লিনিক বন্ধ করাসহ বাবুর কঠোর শাস্তির দাবি করেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী ১০ শয্যার একটি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের জন্য সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও তিনজন প্রশিক্ষিত সেবিকা থাকার বিধান রয়েছে। আর ডায়াবেটিকস  বিভাগের জন্য স্ব-স্ব সেক্টরে সরকার অনুমোদিত ও প্রশিক্ষিত টেকনিশিয়ান থাকার বাধ্যবাধকতা রয়েছে। 

সুত্র জানায়, যে কোনো  প্রতিষ্ঠানে অস্ত্রোপাচার করার জন্য সরকারি অনুমোদন প্রয়োজন,একজন পিজিডি বা এফসিপিএস সনদধারী চিকিৎসক,একজন এ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ,আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ অস্ত্রোপাচার কক্ষ ইত্যাদি প্রয়োজন। এছাড়াও কোনো প্রসুতি রোগীর অপারেশন করতে হলে আগে তার রোগ নির্নয় করতে হবে,যেমন বাচ্চার অবস্থান,পর্যাপ্ত পানি আছে কি না, বাচ্চার সাইজ ইত্যাদি নির্নয় করতে হবে। কিন্তু এসব নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই দি পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ গড়ে তোলা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে দি পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক পরিচয় দিয়ে শাহজামাল বাবু বলেন, অপারেশনের আগে বলা হয়েছিল বাচ্চার অবস্থা ভালো না, তাই বাচ্চার কোনো সমস্যা হলে সেই দায় তারা নিবেন না,এমন মুচলেকা নেয়ার পর অপারেশন করা হয়েছে।

এবিষয়ে জেলা সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম বলেন, তারা এরকম কোনো অভিযোগ পাননি,তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে  বলে জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে ডাঃ মোস্তাক আহম্মেদ ফয়সাল বলেন, তিনি বিশেষজ্ঞ সার্জন নন,তবে তার পিজিডি ট্রেনিং নেয়া আছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭