২০১৭ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে হয় নাগ চৈতন্যের। তবে সামান্থা-নাগের রূপকথার বিয়ে বেশি দিন টেকেনি। নাগ খুঁজে নিয়েছেন নতুন সঙ্গী। অন্য দিকে সামান্থাও নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন বলেই গুঞ্জন। সর্বত্রই তাঁর সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর মাঝেই দ্বিতীয় স্ত্রী শোভিতা ধুলিপালাকে নিয়ে আবেগে ভাসছেন নাগ।
সম্প্রতি, নাগ চৈতন্যের কর্মজীবনের অন্যতম বড় হিট ছবি মন জয় করেছে দর্শকের। সেই সিনেমার নাম হল ‘থান্ডেল’। যদিও স্বামীর এই সাফল্যে পুরোপুরি খুশি নন শোভিতা। কারণ এই ছবিতে ‘বুজ্জি থালি’ নামে একটি গান আছে। নাগ নাকি ভালবেসে শোভিতাকে ওই নামেই ডাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নাগ বলেন, “তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, বেশ কিছুদিন আমার সঙ্গে কথাই বলেননি।’’ দ্বিতীয় বিয়ের পর থেকেই শোভিতাকে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁর ও সামান্থার বিয়ে ভাঙার পিছনে শোভিতাকে দায়ী করা হয়েছে। যদিও নাগ বরাবর স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘‘শোভিতাকে ছাড়া আমি বাঁচব না।’’
সম্প্রতি, নাগ চৈতন্যের কর্মজীবনের অন্যতম বড় হিট ছবি মন জয় করেছে দর্শকের। সেই সিনেমার নাম হল ‘থান্ডেল’। যদিও স্বামীর এই সাফল্যে পুরোপুরি খুশি নন শোভিতা। কারণ এই ছবিতে ‘বুজ্জি থালি’ নামে একটি গান আছে। নাগ নাকি ভালবেসে শোভিতাকে ওই নামেই ডাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে নাগ বলেন, “তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, বেশ কিছুদিন আমার সঙ্গে কথাই বলেননি।’’ দ্বিতীয় বিয়ের পর থেকেই শোভিতাকে ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁর ও সামান্থার বিয়ে ভাঙার পিছনে শোভিতাকে দায়ী করা হয়েছে। যদিও নাগ বরাবর স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘‘শোভিতাকে ছাড়া আমি বাঁচব না।’’