রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার, 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জানুয়ারি, শনিবার, 'এ' ইউনিটের এবং ২৪ জানুয়ারি, শনিবার, 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুটি শিফটে গ্রহণ করা হবে: প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত।
এবার ভর্তি পরীক্ষা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের কাছাকাছি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি, শুক্রবার, 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৭ জানুয়ারি, শনিবার, 'এ' ইউনিটের এবং ২৪ জানুয়ারি, শনিবার, 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা দুটি শিফটে গ্রহণ করা হবে: প্রথম শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত।
এবার ভর্তি পরীক্ষা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর এবং বরিশাল বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হবে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলের কাছাকাছি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।