ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে কারখানার বর্জ্য নিষ্কাশিত পানিতে অবরুদ্ধ ৪৫ পরিবার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার লংমার্চে বাধা দেওয়ায় সাঁতরে পদ্মা পার হতে গিয়ে আহত ২ বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রস্তাব বিএনপির উৎসব না করার নির্দেশ তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বাম দলগুলো ৩০০ আসনে ভোটের প্রস্তুতি নিয়ে জোট করছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ এ শতাব্দীতেই বিলুপ্ত হতে পারে শীত, ১৮% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড

স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৫০:১৭ অপরাহ্ন
স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন
আগামী (১৬ অক্টেবর) রাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সারাধণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের নতুন নতুন সুযোগ সুবিধার বাণী দিচ্ছেন। এমনই একজন শিক্ষার্থী জাহেদুল হক চৌধুরী, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি), ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

তথ্য ও গবেষণা সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাঙ্গন নয়, এটি হাজারো তরুণ-তরুণীর স্বপ্ন, সংগ্রাম ও সম্ভাবনার কেন্দ্রস্থল। শিক্ষার্থীদের স্বার্থ, অধিকার, চাহিদা ও সৃজনশীলতার সঠিক প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক মঞ্চ অত্যন্ত জরুরি। সেই মঞ্চটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। রাকসু হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংগঠন, যা নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। এর প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক, সামাজিক ও কল্যাণমূলক চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শিক্ষার্থীদের মতামত ও দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব গড়ে তোলা। সাংস্কৃতিক, সাহিত্যিক, ক্রীড়া ও সামাজিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা।

রাকসু নির্বাচন হলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি প্রাণবন্ত, উদ্দীপ্ত ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে।
শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হবে।
নতুন নেতৃত্ব আসবে, যারা শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবে।
ক্যাম্পাসে ইতিবাচক প্রতিযোগিতা ও সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি হবে।
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে।
রাকসু সক্রিয় হলে বিশ্ববিদ্যালয়ের জন্য বহুমুখী সুফল আসবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। 

যেমন: একাডেমিক সমস্যা (পরীক্ষা, ক্লাস, সেশনজট) সমাধানে চাপ সৃষ্টি করা। গ্রন্থাগার, গবেষণা সুবিধা ও ল্যাবরেটরির উন্নয়নে পদক্ষেপ, ক্যাম্পাসে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার্থী কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি, প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, তথ্যপ্রযুক্তি ও গবেষণায় উন্নয়ন।

এছাড়াও ডিজিটাল রিসার্চ হাব চালু করা যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক জার্নাল, ই-বুক, রিসার্চ আর্টিকেল অ্যাক্সেস করতে পারবে।

প্রতিটি বিভাগে ডিজিটাল আর্কাইভ তৈরি করা, যাতে পুরনো থিসিস, গবেষণা পেপার, প্রশ্নপত্র ও নোট সহজেই পাওয়া যায়।

গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার (ঝচঝঝ, ঝঞঅঞঅ, ঊহফঘড়ঃব ইত্যাদি) শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭