ঢাকা , মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্জুন এবং অংশুলা তাঁদের সৎ বোন জাহ্নবী ও খুশির পাশে থাকছেন রাজার ১২৫ জন স্ত্রী অর্থনীতি চাপা পড়ল বিলাসবহুল জীবনযাত্রায় সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে মেয়েকে নগ্ন করে শাস্তি দেন মা! সইতে না পেরে ঝাঁপিয়ে পডড়ে মৃত্যু অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে বগুড়ায় আসামি ছিনতাই: এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২ হাত বাড়ালেই মেলে অবৈধ চায়না দুয়ারী জাল খুলনায় অস্ত্র ও গোলাবারুদ-সহ সন্ত্রাসী রিপন আটক মণিরামপুরে পরকীয়ার জেরে সংসার ভাঙলো গৃহবধূর, প্রেমিকসহ আটক সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে রাজশাহী মেডিকেল কলেজে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ রাজশাহীর জনপ্রিয় লেখক মনোরঞ্জন নন্দী আর নেই বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না, জামায়াতে ইসলামীর আমির স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন আত্রাইয়ে লোকালয়ে হুনুমান উৎসুক জনতার ভীড় নবাব সিরাজউদ্দৌলার সাজে রাকসু প্রার্থীর অভিনব প্রচারণা রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পকেটমার চক্রের ২ নারী সদস্য আটক

বিশ্ব বসতি দিবস উদযাপন দেশ সেরা রাজশাহী নগরীকে আরও সুন্দর করার প্রত্যয়

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৫:৩৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৫:৩৩:৪৮ অপরাহ্ন
বিশ্ব বসতি দিবস উদযাপন দেশ সেরা রাজশাহী নগরীকে আরও সুন্দর করার প্রত্যয় বিশ্ব বসতি দিবস উদযাপন দেশ সেরা রাজশাহী নগরীকে আরও সুন্দর করার প্রত্যয়
রাজশাহী দেশের সবচেয়ে সুন্দর নগরী। দেশের অন্য যে-কোনো নগরীর চাইতে রাজশাহী অধিক বাসযোগ্য। এ নগরীর বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা চিহ্নিত করে একে আরও সুন্দর করতে হবে।

রাজশাহীতে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় বক্তারা এমন প্রত্যয় ব্যক্ত করেছেন। 

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিশ^ বসতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাজশাহী বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাাপন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। আরডিএ চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, গণপূর্ত রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী ও জেলা প্রশাসক আফিয়া আখতার বক্তৃতা করেন।

বক্তাগণ বলেন, এখনও দেশের সবাই স্বীকার করে, রাজশাহী ভালো শহর। ছোটো শিশুকে জিজ্ঞাসা করলেও সে বলবে রাজশাহী সবচেয়ে সুন্দর শহর। কিন্তু নগর পরিষেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সক্ষমতার কিছু ঘাটতি এবং দুর্বলতা রয়েছে। নগরীর সমস্যাগুলো শুধু পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে চিহ্নিত করলে হবে না, নগরবাসীকে নিয়ে চিহ্নিত করতে হবে। 

নগরীর সাহেব বাজার, লক্ষীপুর ও ভদ্রা মোড়ের যানজটের কথা উল্লেখ করে বক্তাগণ বলেন, রাজশাহীতে পার্কিং ব্যবস্থা একেবারেই অপতুুল। অটোরিক্সা প্রয়োজনের তুলনায় বেশি থাকায় তিন-চার লেন ধরে জায়গা দখল করে রাখছে। পানি নিষ্কাশন ব্যবস্থার ঘাটতির ফলে অনেক রাস্তায় পানি জমে যায়। নগরীতে অপরিকল্পিত ভাবে কিছু ভবন তৈরি হচ্ছে। এসব ভবনে উঠার জন্য ফুটপাতকে ব্যবহার করছে যা মোটেও ঠিক নয়। ম্যানহোলের ঢাকনা ঘনঘন চুরি হচ্ছে। রাজশাহীতে যে গাড়ি চলাচল করে সে সংখ্যা বিবেচনায় নির্মাণাধীন ফ্লাইওভার গুলোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। 

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগর পরিকল্পনায় নিরাপত্তা ভবনের জন্য জায়গা বরাদ্দ রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধারেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমরা নগরের সকল সুবিধা এখনও সবাইকে দিতে পারিনি। নগরীতে ইজিবাইক অনেক বেড়ে গেছে। এটা একটা বড়ো সমস্যা।

আবার এটাও মনে রাখতে হবে, একটা ইজিবাইক মানে একেকটা পরিবারের চালিকা শক্তি। তাই এই সমস্যা সমাধান করা একটু কঠিন। এসময় তিনি রাজশাহী শহরকে আরও ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। 

এর আগে সকাল ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয় হতে বিশ্ব দিবস উপলক্ষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে