ঢাকা , মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্জুন এবং অংশুলা তাঁদের সৎ বোন জাহ্নবী ও খুশির পাশে থাকছেন রাজার ১২৫ জন স্ত্রী অর্থনীতি চাপা পড়ল বিলাসবহুল জীবনযাত্রায় সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে মেয়েকে নগ্ন করে শাস্তি দেন মা! সইতে না পেরে ঝাঁপিয়ে পডড়ে মৃত্যু অট্টালিকার অন্দরে যৌনতার 'আস্তানা' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে বগুড়ায় আসামি ছিনতাই: এসআই মামুন প্রত্যাহার, গ্রেপ্তার ২২ হাত বাড়ালেই মেলে অবৈধ চায়না দুয়ারী জাল খুলনায় অস্ত্র ও গোলাবারুদ-সহ সন্ত্রাসী রিপন আটক মণিরামপুরে পরকীয়ার জেরে সংসার ভাঙলো গৃহবধূর, প্রেমিকসহ আটক সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে রাজশাহী মেডিকেল কলেজে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় জানতে চায় রাজপাড়া থানা পুলিশ রাজশাহীর জনপ্রিয় লেখক মনোরঞ্জন নন্দী আর নেই বিদেশি কোনো শক্তির হাত ধরে জামায়াত ক্ষমতায় আসতে চায় না, জামায়াতে ইসলামীর আমির স্বতন্ত্র পদপ্রার্থী জাহেদুল হক চৌধুরীর দৃষ্টিতে রাকসু নির্বাচন আত্রাইয়ে লোকালয়ে হুনুমান উৎসুক জনতার ভীড় নবাব সিরাজউদ্দৌলার সাজে রাকসু প্রার্থীর অভিনব প্রচারণা রাণীনগরে বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে বাস-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ৩ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পকেটমার চক্রের ২ নারী সদস্য আটক

ফ্লোটিলার যাত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন, পান করতে হয়েছে টয়লেটের পানি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৩:৫৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৩:৫৩:৫১ অপরাহ্ন
ফ্লোটিলার যাত্রীদের ওপর ভয়াবহ নির্যাতন, পান করতে হয়েছে টয়লেটের পানি ছবি: সংগৃহীত
ইসরায়েলি আগ্রাসনে পর্যুদস্ত ফিলিস্তিনিদের জন্য গাজা অভিমুখে ত্রাণ নিয়ে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের আটকের পর ভয়াবহ নির্যাতন চালিয়েছে দখলদার সেনারা। আটক অবস্থায় মারধর তো করা হয়েছেই; কয়েকদিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি তাদেরকে। বাধ্য হয়ে টয়লেটের পানি পর্যন্ত পান করতে হয়েছে তাদের। 

ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর নিজেদের ওপর হওয়া ভয়ংকর নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা।

রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে ভয়াবহ সেই নির্যাতনের বর্ণনা তুলে ধরেছে আল জাজিরা।

অধিকারকর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হাতে বন্দি থাকাবস্থায় হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে তাদেরকে। তাদের মারধর করা হয়েছে এবং কয়েকদিন ধরে তারা কিছু খেতে পাননি। এমনকি তারা টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছেন।

গত ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী প্রায় ৪৫০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার জাহাজগুলো নৌ অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।

রোববার (৫ অক্টোবর) রোমের ফিউমিসিনো বিমানবন্দরে ফিরে আসার সময় ইতালির অধিকারকর্মী সিজার তোফানি বলেন, আমাদের সাথে ভয়াবহ আচরণ করা হয়েছে; হয়রানি করা হয়েছে।

অধিকারকর্মীদের সঙ্গে মিলান মালপেনসা বিমানবন্দরে অবতরণ করেন ইতালির ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির সভাপতি ইয়াসিন লাফ্রাম। করিয়ের ডেলা সেরা সংবাদপত্রকে তিনি বলেন, তারা আমাদের সঙ্গে সহিংস আচরণ করেছে, আমাদের দিকে অস্ত্র তাক করেছে এবং এটি আমাদের জন্য একেবারেই অগ্রহণযোগ্য। নিজেদের গণতান্ত্রিক দেশ বলে যে রাষ্ট্র দাবি করে, সেখানে এমন আচরণ মেনে নেওয়া যায় না।

শনিবার (৪ অক্টোবর) রাতে ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণকারী ইতালির সাংবাদিক সাভারিও টমাসি বলেন, ইসরায়েলি সৈন্যরা ওষুধ আটকে রেখেছে এবং আটক কর্মীদের সঙ্গে ‌‘বানরের মতো’ আচরণ করেছে।

তিনি বলেন, ইসরায়েলি রক্ষীরা সুইডিশ জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং বেশ কয়েকজন ইউরোপীয় আইন প্রণেতাসহ আটক কর্মীদের নিয়ে হাসি-তামাসা করছিল। অথচ সেখানে হাসার মতো কোনো ঘটনা ঘটেনি। ইতালির সাংবাদিক লরেঞ্জো ডি’আগোস্তিনো বলেন, ইসরায়েলিরা তার জিনিসপত্র এবং অর্থ চুরি করেছে।

শনিবার ইসরায়েল থেকে নির্বাসিত হওয়ার পর তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর সময় বার্তাসংস্থা এপির সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে। বন্দিদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন ইসরায়েলি সেনারা।

পাওলো ডি মন্টিস নামের আরেক অধিকারকর্মী নিরাপত্তারক্ষীদের খুবই নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তাকে জিপ টাই দিয়ে হাত আটকে রেখে ঘন্টার পর ঘন্টা একটি প্রিজন ভ্যানে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, আমাকে তাদের মুখের দিকে তাকাতে দেওয়া হয়নি। সবসময় মাথা নিচু করে থাকতে হতো এবং যখন আমি ওপরের দিকে তাকাই, তখন একজন ... এসে আমাকে ঝাঁকালো এবং মাথার পেছনে থাপ্পড় মারল। তারা আমাদের চার ঘন্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করেছিল।

মালয়েশিয়ার অভিনেত্রী ও গায়িকা দুই বোন হেলিজা হেলমি ও হাজওয়ানি হেলমিও ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার সময় তাদের সঙ্গে হওয়া ‘নিষ্ঠুর’ আচরণের বর্ণনা দিয়েছেন। তারা বলেন, আপনি কি কল্পনা করতে পারেন যে, আমরা টয়লেটের পানি পান করেছি? কিছু লোক খুব, খুব অসুস্থ ছিল, কিন্তু তারা (ইসরায়েলিরা) বলছিল, তারা কি মারা গেছে? যদি না হয়, তাহলে এটা আমার সমস্যা নয়। শনিবার ইস্তাম্বুলে অবতরণের পর হাজওয়ানি আনাদোলু সংবাদমাধ্যমকে বলেন, তারা খুব, খুব নিষ্ঠুর মানুষ।

হেলিজা কয়েকদিন ধরে না খেয়ে থাকার কথাও বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি গত ১ অক্টোবর খেয়েছিলাম। গত কয়েকদিনের মধ্যে আজ আমার প্রথম খাবার। তিনি বলেন, তিন দিন ধরে আমি খাইনি, কেবল টয়লেট থেকে পান করেছি।

ফ্লোটিলা থেকে আটক হওয়ার পর ছাড়া পাওয়া অধিকারকর্মীরা এর আগে অভিযোগ করেছিলেন, জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করা হয়েছে। তারা বলেছিলেন, গ্রেটাকে মাটিতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে