ঢাকা , সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ নগরীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও সিরাপ জব্দ রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৮৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন; পুলিশ কমিশনার নগরীর তিন থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেফতার রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হোমিও’র আড়ালে মাদক করাবার, বিপুল পরিমাণ অ্যালকোহলসহ র‌্যাবের জালে মাদক কারবারি রাজশাহীতে ১ বিজিবি এর অভিযানে ভারতীয় মদ ও ব্রংকোফ-সি মাদক আটক ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব কালোবাজারের কব্জায় বরেন্দ্রের কৃষক: সরকারি ভর্তুকির সার কেনা লাগছে চড়া দামে, উৎপাদন ঝুঁকিতে কোটি টাকার ফসল! রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস লালপুরে শহীদ বুদ্ধীজীবী দিবস পালিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাগমারায় অবৈধ ও প্রাণঘাতী মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক কারবারী শামসুদ্দিন গ্রেফতার রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৩:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৩:১৮:০২ অপরাহ্ন
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা ছবি: সংগৃহীত
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক প্রনোদনা ও বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা।

তিনি বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সাথে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন মিসেস সুজান ভাইজ।

প্রসঙ্গত, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি মাসে এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ভাতার পরিমাণ নির্ধারিত না রেখে মূল বেতনের শতাংশ হারে দেওয়ার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়।

এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব বোনাস পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র  ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ঠাকুরকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলিফ