ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার

পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার
রাজশাহীর বাগমারায় চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ মোজাম্মেল হককে (৪০) মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। একাধিক পুলিশ সদস্যকে এ্যাসল্ট করে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িত মোজাম্মেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

শনিবার (অক্টোর বিকাল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এবং র‌্যাব-৪ এর যৌথ দল তাকে গ্রেফতার করে।

রবিবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পর স্থানীয় জনতা আমিরুলকে ধাওয়া করে আটক করে।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল আমিরুলকে হেফাজতে নিতে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় প্রায় ১০০০/১২০০ জন উত্তেজিত জনতা লাঠি ও ইটসহ পুলিশের উপর হামলা চালায়। তারা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশ সদস্যদের লাঠি ও ইট দিয়ে আঘাত করে জখম করে এবং হত্যাকারী আমিরুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

পরে সন্ধ্যা সোয়া ৭টায় জনতা ছিনিয়ে নেওয়া আমিরুলকে পরিকল্পিতভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথাড়ি মারপিট করে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে দ্রæত ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। আসামিরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব।

র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় আসামিদের গতিবিধি অনুসরণ করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড় ক্যাম্পের একটি অভিযানিক দল বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গত ২০ মে থেকে ২ জন, ২ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন, ১৯ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন এবং ৯আগস্ট রাজশাহীর বাগমারা থেকে ১জনকে গ্রেফতার করে।

সর্বশেষ, শনিবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-৫, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন চক মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামি মোঃ মোজাম্মেল হককে গ্রেফতার করে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।

রবিবার সকালে গ্রেফতারকৃত মোজাম্মেল হককে সংশ্লিষ্ট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭