ঠাকুরগাঁওয়ে ৪টি এক হাজার টাকার জাল নোটসহ সোহেল রানা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জনতা।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক পশুর হাট কাতিহারে থেকে তাকে আটক করা হয়।
সোহেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মৃত. মোফাজ্জল হোসেন ছেলে।
জিজ্ঞাসাবাদে জালনোট সরবরাহকারি প্রতারক চক্রের একজন সদস্য বলে সে স্বীকার করেছে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জালনোট রাখার অপরাধে ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিলেন। জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, এ ব্যপারে তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক পশুর হাট কাতিহারে থেকে তাকে আটক করা হয়।
সোহেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মৃত. মোফাজ্জল হোসেন ছেলে।
জিজ্ঞাসাবাদে জালনোট সরবরাহকারি প্রতারক চক্রের একজন সদস্য বলে সে স্বীকার করেছে।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জালনোট রাখার অপরাধে ওই প্রতারককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাটবাজারে জাল নোট ছড়িয়ে আসছিলেন। জাল টাকা ছড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, এ ব্যপারে তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।