জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে বিশেষ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা।
শনিবার ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে ট্রাফিক ক্যাম্পেইন, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পথসভার আয়োজন করা হয়।
এদিন সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পথসভায় উপস্থিত বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদ (জিয়া)। এছাড়াও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য সবুজ আলী, আজমিরা আখতার পাপিয়া, এবং সদস্য সাগর, সাহান, মাহি, মেরিনা, মিজান, ইসতিয়াক প্রমুখ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকতে উৎসাহিত করা হয়।
শনিবার ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে ট্রাফিক ক্যাম্পেইন, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পথসভার আয়োজন করা হয়।
এদিন সকাল ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পথসভায় উপস্থিত বক্তারা বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়াউদ্দীন আহমেদ (জিয়া)। এছাড়াও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য সবুজ আলী, আজমিরা আখতার পাপিয়া, এবং সদস্য সাগর, সাহান, মাহি, মেরিনা, মিজান, ইসতিয়াক প্রমুখ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজনে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকতে উৎসাহিত করা হয়।