এক কিংবদন্তির বিদায়-
মোঃ তাজুল ইসলাম
এক কিংবদন্তির বিদায়,
এক জ্ঞানতাপসের বিদায়,
এক আলোকবর্তিকার বিদায়,
এক দানবীরের বিদায়।
যাও বন্ধু, চিরবিদায়।
আজ শোকের মাতম এই চরাচরে,
হৃদয় বিদীর্ণ হাহাকার মানসপটে,
প্রিয়হারা কান্না আজ ঘরে ঘরে,
বুক চেরা বিলাপ বিহ্বল অশ্রুজলে,
হে প্রিয়, শুধু তুমি নেই বলে।
তব সুধা, মহত্ত্ব, তব দান
অনাগত প্রজন্ম গাহিবে গান।
তব প্রেরণায় দিয়ে মণপ্রাণ,
তব সরোবরে করিবে স্নান।
ধন্য তুমি, ধন্য তোমার মান।
প্রতিষ্ঠান করেছ স্তরে স্তরে,
অনেক প্রতিষ্ঠান শিক্ষাবিস্তারে,
হাসপাতালগুলো সেবার তরে,
জনসেবা করেছ জীবন ভরে,
চিকিৎসা সেবা দেশে বিদেশে।
তোমার প্রতিষ্ঠান কর্ম সেবা,
সব রয়ে গেল শুধু তুমি হারা।
তোমার কি মৃত্যু হয়েছে! না না না--
নবজন্ম নিলে কীর্তির মধ্য দিয়া,
কীর্তিই দিবে তোমায় অমরতা।
এই মাটি গাছগাছালি ফুলপাখি
এই জনপদ গ্রামগঞ্জ অলিগলি,
শূণ্যতায় খুজবে তোমায় দিবানিশী।
আবার ফিরে ফিরে এসো তুমি
প্রেরণার বাতিঘরে আলো তুমি।
ডাঃ এ কে এম কামারুজ্জামান,
ধন্য বংশ, ধন্য পিতা হাছানুজ্জামান,
কুমিল্লা নাঙ্গলকোট এই রত্নের জন্মস্থান।
অমূল্য সৃষ্টি মহৎ কর্ম অশেষ অবদান,
যুগান্তরে গাইবে পৃথিবী তোমার জয়গান।
মোঃ তাজুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইলঃ ০১৮৪৩২০৯৬৩০.
মোঃ তাজুল ইসলাম
এক কিংবদন্তির বিদায়,
এক জ্ঞানতাপসের বিদায়,
এক আলোকবর্তিকার বিদায়,
এক দানবীরের বিদায়।
যাও বন্ধু, চিরবিদায়।
আজ শোকের মাতম এই চরাচরে,
হৃদয় বিদীর্ণ হাহাকার মানসপটে,
প্রিয়হারা কান্না আজ ঘরে ঘরে,
বুক চেরা বিলাপ বিহ্বল অশ্রুজলে,
হে প্রিয়, শুধু তুমি নেই বলে।
তব সুধা, মহত্ত্ব, তব দান
অনাগত প্রজন্ম গাহিবে গান।
তব প্রেরণায় দিয়ে মণপ্রাণ,
তব সরোবরে করিবে স্নান।
ধন্য তুমি, ধন্য তোমার মান।
প্রতিষ্ঠান করেছ স্তরে স্তরে,
অনেক প্রতিষ্ঠান শিক্ষাবিস্তারে,
হাসপাতালগুলো সেবার তরে,
জনসেবা করেছ জীবন ভরে,
চিকিৎসা সেবা দেশে বিদেশে।
তোমার প্রতিষ্ঠান কর্ম সেবা,
সব রয়ে গেল শুধু তুমি হারা।
তোমার কি মৃত্যু হয়েছে! না না না--
নবজন্ম নিলে কীর্তির মধ্য দিয়া,
কীর্তিই দিবে তোমায় অমরতা।
এই মাটি গাছগাছালি ফুলপাখি
এই জনপদ গ্রামগঞ্জ অলিগলি,
শূণ্যতায় খুজবে তোমায় দিবানিশী।
আবার ফিরে ফিরে এসো তুমি
প্রেরণার বাতিঘরে আলো তুমি।
ডাঃ এ কে এম কামারুজ্জামান,
ধন্য বংশ, ধন্য পিতা হাছানুজ্জামান,
কুমিল্লা নাঙ্গলকোট এই রত্নের জন্মস্থান।
অমূল্য সৃষ্টি মহৎ কর্ম অশেষ অবদান,
যুগান্তরে গাইবে পৃথিবী তোমার জয়গান।
মোঃ তাজুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ময়ূরা উচ্চ বিদ্যালয়
নাঙ্গলকোট, কুমিল্লা।
মোবাইলঃ ০১৮৪৩২০৯৬৩০.