ঢাকা , বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দিলো পুলিশ ৩৮ বছর বয়সে প্রথমবার ‘বিশ্বসেরা’ হলেন রোহিত সিংড়ায় স্বাস্থ্য সেবা নিয়ে ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের মতবিনিময় সভা ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনে তালা দিয়ে শ্রমিকদের বিক্ষোভ গ্রাম আদালতে অসামান্য অবদানের সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক! ভাতিজার হাতে চাচা খুন, ২নং আসামি রফিক শেখ গ্রেফতার নারীদের সিজদা করার সঠিক নিয়ম শাহজাদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা ব্রেকফাস্টে কলার সঙ্গে সামান্য গোলমরিচ! শুনতে অদ্ভুত এই কম্বোর উপকার অনেক অভিনয় করেও 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়ল দীপিকার নাম বেঞ্জেমার নক আউট পাঞ্চে ধরাশায়ী আল নাসের! চৌত্রিশের বিশ্বকাপ ‘গগনচুম্বী’ স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯০ ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে নিহত ৬৪ নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে: জামায়াত নেতা তাহের ফেস প্যাক মাখারও উপযুক্ত সময় কখন জানেনিন

চুলের স্বাস্থ্য ফেরান কফি স্কাল্প স্ক্রাবে

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:৪৫:৪৩ অপরাহ্ন
চুলের স্বাস্থ্য ফেরান কফি স্কাল্প স্ক্রাবে ফাইল ফটো
ঝিমিয়ে পড়া মেজাজ চাঙ্গা করে তুলতে কফির জুরি নেই। আবার কফি ত্বকের জন্যও ভাল বলে দাবি করতে শোনা যায় রূপচর্চাশিল্পীদের। সেই কফিই চুলের স্বাস্থ্য উদ্ধারেও কাজে লাগতে পারে জানতেন কি?

ক্রিম থেকে শুরু করে ফেসওয়াশ সর্বত্রই কফির ব্যবহার হতে দেখা গিয়েছে এত দিনে। একই ভাবে খুশকির মতো চুলের সবচেয়ে বড় ‘অসুর’ নিধনেও কফি কার্যকরী বলে জানাচ্ছেন চুলের স্বাস্থ্য নিয়ে চর্চাকারীরা।

গবেষণা বলছে, কফির দানা গুঁড়ো করে মাথার ত্বকে লাগালে তা খুশকির মতো জটিল সমস্যা থেকেও মুক্তি দিতে পারে! একই মত আমেরিকার পোর্টল্যান্ডের ট্রাইকোলজিস্ট মাহাজ়েরও। তিনি বলছেন, চুলের স্বাস্থ্য ভাল রাখতে এবং খুশকি থেকে মুক্তি পেতে সপ্তাহে এক বার কফি স্কাল্প স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। মাহাজ জানিয়েছেন, তিনি নিজেও ওই স্ক্রাব বাড়িতে বানিয়ে ব্যবহার করেন চুলে।

কফি স্কাল্প স্ক্রাবের উপকারিতার কথা মানছেন আরও এক চুলের পরিচর্যা বিষয়ক গবেষক। তাঁর নাম অ্যাম্বার খান। কানাডার টরেন্টোর বাসিন্দা অ্যাম্বারের চুলের পরিচর্যা নিয়ে চর্চা শুরু তাঁর নিজের সমস্যার সমাধান খুঁজতে গিয়ে। একটি বিশেষ রোগে অ্যাম্বারের মাথায় টাক পড়তে শুরু করে। এখন তাঁর মাথা ভর্তি ঘন চুল। অ্যাম্বার তাঁর রোগের সূত্রেই চুলের স্বাস্থ্য নিয়ে পড়াশোনা শুরু করেন। এখন সেই জ্ঞান বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে নিজস্ব সংস্থা খুলেছেন। সেই অ্যাম্বারও বলছেন কফি স্কাল্প স্ক্রাব চুলকে খুশকি মুক্ত করতে, দূষণ মুক্ত করতে, চুলকে নরম এবং স্বাস্থ্যোজ্জ্বল বানাতে, একই সঙ্গে চুলের বৃদ্ধির জন্যও কফি স্কাল্প স্ক্রাব উপকারী।

কেন কফি স্কাল্প স্ক্রাব উপকারী?

১। এটি মাথার ত্বকে জমা ধুলো ময়লা, মৃতকোষ দূর করতে পারে। ওই ধুলো ময়লা এবং মৃত কোষই খুশকির মূল কারণ।

২। মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে এই স্ক্রাব। ফলে চুলের গোড়া পর্যন্ত পৌঁছয় পুষ্টি। এতে চুলের স্বাস্থ্য ফেরে।

৩। কফি হল প্রাকৃতিক উদ্দীপক উপাদান। এটি চুলের গোড়ায় গিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

৪। ডিএইচটি নামের এক হরমোন চুল পড়ার অন্যতম কারণ। কফিতে থাকা ক্যাফিন ওই হরমোনকে আটকাতে পারে।

৫। কফিতে আছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা চুলের জেল্লা বৃদ্ধি করতে সাহায্য করে।

৬। যেহেতু এই স্ক্রাব ব্যবহার করলে মাথার ত্বক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং চুলের গোড়ায় জমা ময়লা, তেল দূর করে, তাই খুশকি এবং অন্যান্য মাথার ত্বকের সমস্যার জন্য দায়ী ব্যাক্টেরিয়া বা ছত্রাকও জন্মাতে দেয় না।


কী ভাবে বানাবেন ওই স্ক্রাব?

উপকরণ: আধ কাপ কফির গুঁড়ো (ইনস্ট্যান্ট নয়, দানা কিনে গুঁড়িয়ে নেওয়া)

১ টেবিল চামচ অ্যালোভেরার জেল

১ টেবিল চামচ নারকেল তেল

প্রণালী: তিনটি উপকরণ এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। এ বার মাথার ত্বকে ওই মিশ্রণটি ভাল ভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। মিনিট ১৫-২০ রেখে দিন ওই ভাবেই তার পরে চুল ভাল ভাবে ধুয়ে শ্যাম্পু করে নিন।

কয়েকটি বিষয় খেয়াল রাখুন

১। মাথার ত্বকে ওই স্ক্রাব লাগানোর আগে অবশ্যই হাতের ত্বকে ওই স্ক্রাব লাগিয়ে দেখে নিন অস্বস্তি হচ্ছে কি না। না হলে তবেই মাথায় ব্যবহার করুন।

২। সপ্তাহে এক দিন ব্যবহার করলেই যথেষ্ট।

৩। এক বার ব্যবহার করার পরে ফ্রিজে বায়ু নিরাধক পাত্রে রেখে দিলে দিন পনেরো ভাল থাকবে এই স্ক্রাব। তবে তার পরে নতুন করে বানিয়ে নেওয়াই ভাল।

৪। বাজার চলতি ইনস্ট্যান্ট কফি ব্যবহার করবেন না। বদলে সবচেয়ে ভাল ফল পেতে কফির দানা কিনে গুঁড়িয়ে নিতে পারেন অথবা বাজার থেকে গ্রাউন্ডেড কফি কিনে নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত