ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন সলঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন চাল রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান টেস্টে জয়ের দ্বিতীয় শতক নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার রানা প্লাজা ছিল আ.লীগের তৈরি ট্র্যাজেডি: প্রেস সচিব ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি শীতে সর্দি-কাশি থেকে বাঁচাতে পারে পোড়া আমলকির চাটনি! ৭৫ কোটি টাকার কর ফাঁকিতে সহায়তা, যে শাস্তি পেলেন এনবিআর কর্মকর্তা গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

চাঁদপুরে ৫ নারীর বিস্ময়কর জয়: একই পরিবারের ২ বোনসহ ৫ তরুণীর বিসিএস জয়

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:৫৮:১৯ অপরাহ্ন
চাঁদপুরে ৫ নারীর বিস্ময়কর জয়: একই পরিবারের ২ বোনসহ ৫ তরুণীর বিসিএস জয় চাঁদপুরে ৫ নারীর বিস্ময়কর জয়: একই পরিবারের ২ বোনসহ ৫ তরুণীর বিসিএস জয়
কঠোর পরিশ্রম, অদম্য মনোবল আর স্বপ্ন পূরণের অবিচল যাত্রা—এই তিনটি শব্দই যেন চাঁদপুরের ৫ তরুণীর সাফল্যের গল্পকে মূর্ত করে তুলেছে। সম্প্রতি প্রকাশিত বিসিএস পরীক্ষার ফলাফলে একই পরিবারের দুই বোনসহ মোট পাঁচ তরুণী উত্তীর্ণ হয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। তাদের এই অসাধারণ কৃতিত্ব শুধু পরিবারের গণ্ডি পেরিয়ে পুরো চাঁদপুর জেলার মানুষকে গর্বিত করেছে।

এই জয় প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা এবং কঠোর অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।

তাদের এই সাফল্যের পেছনের গল্পটি সংগ্রামের। প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জের, প্রতিটি দিন ছিল স্বপ্নের। শত প্রতিকূলতা সত্ত্বেও তারা নিজেদের লক্ষ্যে অবিচল ছিলেন। পরিবারের সমর্থন এবং নিজেদের দৃঢ় সংকল্পই তাদের এই স্বপ্ন পূরণে সবচেয়ে বড় শক্তি যুগিয়েছে।

তাদের একজন বলেন, "আমরা জানতাম পথটা সহজ হবে না, কিন্তু আমরা কখনোই হাল ছাড়িনি। আমাদের বিশ্বাস ছিল, একদিন আমরা সফল হবই। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে।"  

এই তরুণীদের বিজয় প্রমাণ করে যে, মেয়েরা সাহস, নেতৃত্ব এবং অনুপ্রেরণার আলো ছড়িয়ে দিতে সক্ষম। তাদের এই সাফল্য শুধু তাদের পরিবার বা জেলার জন্য নয়, বরং ভবিষ্যৎ নারী শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এটি দেখিয়ে দেয় যে, দৃঢ় সংকল্প থাকলে নারীরাও সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষ এই তরুণীদের সাফল্যে আনন্দিত এবং গর্বিত। বিভিন্ন মহল থেকে তাদের অভিনন্দন জানানো হচ্ছে। এই জয় চাঁদপুরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল, যা আগামী প্রজন্মের নারী শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষী হতে এবং নিজেদের স্বপ্ন পূরণে উদ্বুদ্ধ করবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন