ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুহি আখতার গাজার পথে ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’-এর দুঃসাহসিক যাত্রা ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা: দেশজুড়ে সতর্কতা জারি ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮ ​পদ্মার ঘাটে জিম্মি হাজারো মানুষ: অতিরিক্ত টোলে দিশেহারা চরাঞ্চলের বাসিন্দারা বাংলাদেশি বংশোদ্ভূত সাহসী কন্যা রুহি লোরেন, আছেন ফ্লোটিলা বহরে সিরাপ খেয়ে ২ শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে গিয়ে অজ্ঞান চিকিৎসকও! কাঁচপুর ব্রিজে দুর্ঘটনায় ২ ট্রাক চালক নিহত নাটোরে পুকুরে মোটরসাইকেলে পড়ে যুবকের মৃত্যু ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণ কাঠামো ধসে নিহত ৩৬ ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলো কলম্বিয়া চুলের স্বাস্থ্য ফেরান কফি স্কাল্প স্ক্রাবে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা বালোচিস্তানে বিদ্রোহীদের ঘাঁটিতে হানা পাক সেনার, নিহত ২১ ইতিহাস গড়লেন ইলন মাস্ক, ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো মোট সম্পদ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে বগুড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ট্রফি না নেওয়ায় ভারতকে ধুয়ে দিলেন এবি ডি ভিলিয়ার্স ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩ ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে রাণীনগরে মাদকের আখড়ায় যৌথ অভিযানে ১৪০ বোতল চোলাই মদ উদ্ধার

টাঙ্গাইল ধনবাড়ীতে ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০২:২৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০২:২৯:৪৬ অপরাহ্ন
টাঙ্গাইল ধনবাড়ীতে ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে এক গৃহবধূর আত্মহত্যা টাঙ্গাইল ধনবাড়ীতে ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে এক গৃহবধূর আত্মহত্যা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের গবিন্দপুর আলিম মাদ্রাসার (কৃষি বিভাগের) সহকারী শিক্ষিকা আই বি ডেজি ওরফে (জেসমিন) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ধনবাড়ী থানা পুলিশ। 

জানা যায়, বিগত তিন বছর পূর্বে পাশ্ববর্তী জামালপুর জেলার রশিদপুর ইউনিয়নের আব্দুল মালেকর পূত্র সেনা  সদস্য রুবেল আহমেদ এর  সাথে ডেজির বিবাহ সম্পন্ন হয়। এ সময় জানা যায় ডেজি সংসারের উন্নতি ঘটানোর লক্ষ্যে নিজ ঘরে হোমিও চিকিৎসা দিয়ে থাকতেন। গত ২৯ সেপ্টেম্বর পূজার ছুটিতে সেনা সদস্য রুবেল আহমেদ নেটামশরা নতুন বাজার তাদের ভাড়া বাসায় আসেন। 

রুবেল আহমেদ জানান আমি বাসায় আসার পর জমির খারিজ নিয়ে ব্যাস্ত হয়ে পড়ি। এই কাজের ফাঁকে আমার স্ত্রী ডেজি আমাকে একাধিক বার ফোন দেয় আমি ফোন ধরতে না পারায়। এ নিয়ে আমাদের মাঝে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমি বাসা থেকে সিলিন্ডার গ্যাসের বোতল আনতে বাজারে যায়। বাজার থেকে ফিরে এসে দেখি আমার স্ত্রীকে একাধিক বার ডাকাডাকি করি এক পযার্য়ে কোন সাড়া না পেয়ে   বাসার অপজিট পাশের দরজা  দিয়ে রুমে গিয়ে দেখি আমার স্ত্রী ডেজি  নাইলনের রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।  এমন অবস্থা দেখে  আমি তাড়াহুড়ো করে তার ঝুলন্ত দেহটি বিছানায় নামিয়ে আনি। নামানের পর বুকে হাত দিয়ে দেখি সে তখনও মারা যায় নি, তারপর আমি মাথায় পানি দেই, হাসপাতালে নেওয়ার জন্য ভ্যান আনতে গিয়ে বাহিরে ছুটে যাই। এ পযন্ত আমি জানি।

এ ব্যাপারে আই বি ডেজির ভাই মঞ্জুরুল ইসলাম মিজান গণমাধ্যমকে অভিযোগ করে জানান,আমার বোন মৃত্যুর গত ছয় মাস পূর্বে লিখিত একটি কাগজে যৌতুক, ডেইজির বেতনের টাকা, এবং রুবেলের রেশন কার্ডে ডেইজি নাম না থাকায় অন্য এক মহিলার নাম থাকা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

আমাদের দাবি ডেইজি আত্মহত্যা করেনি, তাকে  হত্যা করা হয়েছে, আমরা এ হত্যার বিচার চায়। 

এ ব্যাপারে ডেইজির বড় বোন জামাই নুরুল ইসলাম জানান, রাত ১০:৩০ মিনিটে আমার স্ত্রী ডেজির বড় বোন আমাকে ফোন দিয়ে জানায় মারা গেছে, সাথে সাথে আমি  ধনবাড়ী থানায় অবগত করে আমি এখানে এসে দেখি আমার শালিকা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে রুবেল ও লাশের পাশেই সুয়ে আছে। 

তাদের সংসার আগেই থেকেই উওপ্ত ছিল আমার শালিকাকে রুবেল বিভিন্ন সময় মারধর করতো এবং হুমকি দিতো তোকে মেরেই আমি জেলে যাবো, আমার মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যা। আমরা ধনবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করবো।

এ ব্যাপারে ধনবাড়ী থানার কর্তব্যরত অফিসার এস আই জাকির হোসেন গণমাধ্যমকে বলেন আমরা তদন্ত করছি ময়নাতদন্তের মাধ্যমে বিস্তারিত বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১২