ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া সাবেক সমন্বয়ক গ্রেপ্তার রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত আন্দোলন প্রত্যাহার করলেন এমপিওভুক্ত শিক্ষকরা দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী শহরটি এখন দূষণে শীর্ষে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বিভ্রান্তিকর তথ্য রোধে সমন্বিত সেল গঠন করা হবে: সিইসি আলোচনা হোক, সমালোচনা হোক, সেটি যেন আমার কাজকেন্দ্রিক হয়: ফারিয়া মাহির নিজেই গলায় কোপ দেয় জুবায়েদকে: পুলিশ চিনকে নয়া হুঁশিয়ারি ট্রাম্পের, শর্ত না মানলে শুল্ক বেড়ে হবে ১৫৫ শতাংশ চোখেই ধরা পড়ে হার্ট অ্যাটাকের লক্ষণ মহানগরীতে ‍গাঁজাসহ গ্রেফতার ২ কী ভাবে ধাপে ধাপে মেকআপ তুলবেন, জেনে নিন উপায় রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু বিমানবন্দরের আগুনে ওষুধ শিল্পের ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম বিক্রি করায় চারঘাটে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী তৃতীয় কন্যাসন্তান হওয়ায় সাতক্ষীরায় নবজাতককে হত্যা করলো মা কারাগার থেকে বের হয়ে আবারও ধর্ষণ-হত্যা, এবার ফাঁসির আদেশ প্রভাবশালী ৫ নারী সাহাবি শিক্ষকদের বাড়িভাড়া বেড়ে ১৫ শতাংশ

সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার মন্ত্র বলে  দূর্গাপূজা করে আসছেন রাজকুমার সাহা নামে দূর্গা ভক্ত এক তরুণ কলেজ শিক্ষার্থী। দূর্গা ভক্ত কলেজ শিক্ষার্থী রাজকুমার সাহা নাটোরের সিংড়া পৌরসভা রনিংগইনঘুন পাড়ার মানিক কুমার সাহার ছেলে। সবেমাত্র ডিপ্লোমা পড়াশোনা শেষ করেছেন তিনি। 

টানা ৮ বছর ধরে নিজের হাতে তৈরী প্রতিমায় পূজার আয়োজন করায় স্থানীয় সনাতন ধর্মের সাধারণ মানুষের কাছে বেশ সারা ফেলেছে রাজকুমার। তার নিপূণ হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করে।  

রাজকুমার সাহার মা রিক্তা রানী সাহা জানান, আমার একটাই ছেলে। ছোট বেলা থেকে দূর্গা ভক্ত। খেলারস্থলে হঠাৎ করেই তখন স্কুল পড়ুয়া ছেলে  ২০১৭ সালে প্রথম  দুর্গা প্রতিমা তৈরী করে সবাইকে চমকে দেয়। সে বছরই আমরা প্রথম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজা শুরু করি।  পরের বছর থেকে পাড়া প্রতিবেশীরাও আমার ছেলের মন্ডপে এসে পূজা করা শুরু করেন। সবমিলিয়ে প্রতিবছর  ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। সরকারী অনুদান পাই ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। বাকি টাকা আমরাই বহন করি।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক রনি সাহা জানান,  বয়সে তরুণ হলেও পেশাদার মৃৎ শিল্পের মত কাজ করে রাজকুমার। প্রতি বছর নিজের হাতে বাঁশের কাঠামো তৈরি করে, মাটি সংগ্রহ করে, এক এক করে নির্মাণ করে দুর্গা, কার্তিক, গনেশ, মহিসাসুর, লক্ষ্মী ও স্বরস্বতীর প্রতিমা। রং তুলির কাজটিও নিজের হাতে করে সে। কোন ডাইস বা খর্মা ছাড়াই নিজ হাতে প্রতিমাগুলোর মুখমন্ডল তৈরি করেছে, যা অভাবনীয়।

প্রতিমার সৌন্দর্য দেখে যে কেউ বলবে, পেশাদার কোনও মৃৎ শিল্পীর কাজ। আমরাও এখানে পূজায় অংশ গ্রহণ করি।

সরেজমিনে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে পূজামন্ডপে পূজা কর্মে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার। 

রাজকুমার জানান, খুব ছোট বেলা থেকে ইচ্ছে ছিল আমি নিজ হাতে দেবী দুর্গা মাকে বানাবো এবং নিজেই মন্ত্র বলে পূজা করবো।  সৃষ্টিকর্তার কৃপায় ও সকলের আশির্বাদে আজ আমি তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার বলেন, উপজেলায় এ বছর ৮৫টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। এরমধ্যে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি মন্দিরের পূজামন্ডপ একটি। যা তরুণ যুবক দুর্গা ভক্ত রাজকুমার সাহার নিজ হাতে নির্মাণ করা প্রতিমা। বেশ কয়েকবছর ধরেই রাজকুমার তার পারিবারিক উদ্যোগে এ পূজার আয়োজন করে আসছে। আমি তার মঙ্গল কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত